ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৬:১৩, ১৪ আগস্ট ২০১৭

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় দ্বীপ সুমাত্রার উপকূলে ছয় দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। রোববার সুমাত্রার বেংকুলু শহর থেকে ৮১ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ৬৭ কিলোমিটার গভীরে ভূমিক¤পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সিনহুয়া। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। চ্যানেল নিউজএশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি খুব শক্তিশালী ছিল এবং পাদাং পর্যন্ত পশ্চিম সুমাত্রার সব এলাকায় অনুভূত হয় বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপদার্থবিদ্যা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ রিয়াদি; তবে এতে সুনামির কোন হুমকি তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি। কর্মকর্তারা হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
×