ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরুর প্রস্তুতি ট্রাম্পের

প্রকাশিত: ০৬:১২, ১৪ আগস্ট ২০১৭

চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরুর প্রস্তুতি ট্রাম্পের

প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতির খেলায় এ মুহূর্তে উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনাকর পরমাণু বিষয়ক বিরোধে শান্তি উদ্যোক্তা হিসেবে চীনকে পেতে চাইছে। একই সময়ে তিনি বেজিংয়ের সঙ্গে বাণিজ্য নিয়ে বিরোধ বাড়ানোর পরিকল্পনাও করছেন, যা তার রাজনৈতিক উত্থানে প্রাণ সঞ্চার করেছে। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। ট্রাম্প শুক্রবার রাতে তার প্রতিপক্ষ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি প্রতিযোগিতায় উত্তর কোরিয়াকে সংযত করার জন্য আরও কিছু করার জন্য চীনকে চাপ দিতেই তিনি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেন। ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে চরম উত্তেজনাপূর্ণ উক্তির মাত্রা হ্রাসের অঙ্গীকার প্রকাশ করলে শি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি সংযত হওয়ার জন্য এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য দুপক্ষের প্রতি আহ্বান জানান। কিন্তু এমন এক সময় এ সংলাপ হলো, যখন ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে নতুন করে বাণিজ্যিক পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এ উদ্যোগে দু’দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হতে পারে। চীন বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন লঙ্ঘিত হওয়ার বিষয়ে চীনের বিরুদ্ধে তদন্ত করা যাবে কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়ার লক্ষ্যে একটি স্মারক স্বাক্ষর করতে সোমবার ওয়াশিংটন ফেরার পরিকল্পনা নেন।
×