ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোয়েটায় আত্মঘাতী বোমায় আট সেনাসহ নিহত ১৫

প্রকাশিত: ০৬:১২, ১৪ আগস্ট ২০১৭

কোয়েটায় আত্মঘাতী বোমায় আট সেনাসহ নিহত ১৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরের একটি বাস স্টপের কাছে সামরিক ট্রাক লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় আট সৈন্যসহ ১৫ জন নিহত হয়েছে। হামলার পর শহরে জরুরী অবস্থা জারির পাশাপাশি সব হাসপাতালকেও সতর্কাবস্থায় রাখা হয়েছে। খবর ডন,ও সিনহুয়া। শনিবারের এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা, আহতদের মধ্যে আটজনের অবস্থা সঙ্কটজনক। হামলার পরপরই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বিবৃতিতে তাদের একজন আত্মঘাতী মোটরসাইকেল আরোহীর চালানো ওই হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছেন বলে তারা দাবি করে। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, আধাসামরিক বাহিনীর একটি টহল দল সড়ক দিয়ে যাওয়ার সময় হামলাটি চালানো হয়। নিরাপত্তা বাহিনীর ওই দলটি এ হামলার লক্ষ্য ছিল বলে মন্তব্য করেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। ভয়াবহ ওই বিস্ফোরণের পর আশপাশের দুটি গাড়ি, চারটি রিক্সা ও দুটি মোটরসাইকেল পুড়ে যায়। এই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। প্রচ- শক্তিশালী বোমাটির বিস্ফোরণের শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে।
×