ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নওয়াজ আন্দোলনের নতুন কর্মসূচী ঘোষণা করবেন আজ

প্রকাশিত: ০৬:১২, ১৪ আগস্ট ২০১৭

নওয়াজ আন্দোলনের নতুন কর্মসূচী  ঘোষণা করবেন আজ

পাকিস্তানের সদ্য পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার সমর্থকদের ‘বিপ্লব’র জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার নিজ শহর লাহোরে পৌঁছে ম্যারাথন মোটর শোভাযাত্রা শেষে এক সমাবেশে এ কথা বলেন তিনি। সোমবার পাকিস্তানের ৭০তম স্বাধীনতা দিবসে ‘আন্দোলনের নতুন কর্মসূচী’ ঘোষণা করবেন বলে জানান নওয়াজ শরীফ। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। লাহোরে ঘরে ফেরার চারদিনের শোভাযাত্রায় নওয়াজ পাঞ্জাবের বিভিন্ন শহরে যাত্রাবিরতি করেন। এ সময় তিনি বিচার বিভাগের তীব্র সমালোচনা করেন। গত মাসে পানামা কেলেঙ্কারির ঘটনায় দেশটির সুপ্রীমকোর্ট নওয়াজ শরীফকে ‘প্রধানমন্ত্রী’ পদের জন্য অযোগ্য ঘোষণা করে। নওয়াজ শরীফ বলেন, ‘মুষ্টিমেয় কয়েক লোককে কি পাকিস্তানের ২০ কোটি লোককে দমিয়ে রাখার অনুমতি দেয়া উচিত?’ বুধবার ইসলামাবাদ থেকে নওয়াজ শরীফের গাড়িবহর যাত্রা শুরু করে শনিবার শেষ রাতে লাহোরের দাতা দরবারে এসে পৌঁছায়। মূলত, সেখানে পৌঁছেই নওয়াজের ঘরে ফেরার যাত্রার সমাপ্তি হয়। এ সময় পদচ্যুত প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজারো মানুষ সেখানে উপস্থিত হয়। নওয়াজ শরীফ জনতার উদ্দেশে আক্ষেপ করে বলেন, পাকিস্তানের কোন প্রধানমন্ত্রীকেই পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেয়া হয়নি। কিন্তু তিনজন স্বৈরশাসক দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় টিকে ছিল। তিনি আরও বলেন, এই ব্যবস্থা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং আমরা যদি এই দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই তাহলেই এর পরিবর্তন করতে হবে। তিনি জানান, এ দেশের ২০ কোটি মানুষের ভোটে তিনি ক্ষমতায় এসেছিলেন, কিন্তু মাত্র পাঁচজন তাকে বাড়ি পাঠিয়ে দিল।
×