ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:৫৮, ১৪ আগস্ট ২০১৭

সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ রাজশাহীর ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরিতে শনিবার সকালে ভোর হলো রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত হলো বিভাগীয় পর্যায়ে সেলিম আল দীন জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০১৭। এ আয়োজনে সহযোগিতা করে রাজশাহী থিয়েটার। চিত্রাঙ্কনের ৪টি বিভাগে স্কুল পর্যায়ে এই প্রতিযোগিতায় প্রত্যেক জেলায় প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের মধ্যে জাতীয় পর্যায়ে অংশ নেয়ার জন্য ৪টি গ্রুপের ৪ জন প্রথম স্থান অধিকারী ঢাকার টিকেট পেল। চার প্রতিযোগী হলো যথাক্রমে ক-বিভাগ- সাফিয়া সারোয়ার শ্রেষ্ঠা (বগুড়া), খ- বিভাগ- আতিফা চৌধুরী মৌলী ( পাবনা), গ- বিভাগ- রাজন্যা ত্রিধা (রাজশাহী) ও ঘ- বিভাগ- মোঃ আসির ফয়সাল (বগুড়া)। নিতাই কুমার সরকারের সভাপতিত্বে ও সাদিয়া খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ম-লির সদস্য লোক গবেষক কাজী সাইদ হোসেন দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বাংলাদেশ গ্রাম থিয়েটার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামারউল্লাহ সরকার ও সিনিয়র সাংবাদিক জাবিদ অপু। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলো- ক- বিভাগ দ্বিতীয় লাজিনা রসূল আইসিস (রাজশাহী), তৃতীয় রাদিয়া (পাবনা), খ- বিভাগ- দ্বিতীয় অন্তরা রানি কর্মকার (রাজশাহী), তৃতীয়ফারজানা ফারিয়া রীমা (নওগাঁ), গ- বিভাগ- দ্বিতীয় মাইশা আনজুম নোশিন (পাবনা), তৃতীয় রাগীব হাসান ইমন (নওগাঁ), ঘ- বিভাগ- দ্বিতীয় মিম ইয়াছমিন মিথি (জয়পুরহাট), তৃতীয় মোঃ ফাহাদ ইয়াছিন (সিরাজগঞ্জ)। প্রথম স্থান অধিকারীরা আগামী ১৯ আগস্ট বিকেল ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার লবিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
×