ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত প্রদর্শক সমিতির

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ আগস্ট ২০১৭

নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত প্রদর্শক সমিতির

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা তাদের ঘোষিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শনিবার রাতে। সংসদ সদস্য ফিরোজ রশীদের ধানম-ির বাসায় মধ্যরাতে ফুল দেয়া-নেয়ার মধ্য দিয়ে তাদের সঙ্গে চলচ্চিত্র পরিবারের সদস্যদের দ্বন্দ্বের অবসান হয়। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার ঘটনায় প্রদর্শক সমিতি গত কয়েক দিন আগে সিদ্ধান্ত নেয়, চলচ্চিত্র পরিবারের বেশ কয়েকজন শিল্পী, পরিচালক ও প্রযোজকের চলচ্চিত্র প্রদর্শন করবে না। এমন পরিস্থিতিতে শনিবার রাতে উভয় পক্ষ সংসদ সদস্য ফিরোজ রশীদের উপস্থিতিতে তার বাসায় ঘরোয়া বৈঠকে বসে। এখানে ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক অভিনেতা ফারুক ও সদস্যরা এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা এক বৈঠকে বসেন। প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ জানান, বৈঠকে আমার ওপর হামলার ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন। চলচ্চিত্রের উন্নয়নের জন্যই নিজেদের মধ্যে বিরোধ রাখতে চাই না। শীঘ্রই সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানান প্রদর্শক সমিতির সভাপতি। বৈঠকে উপস্থিত ছিলেনÑ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক অভিনেতা ফারুক, সদস্য সচিব বদিউল আলম খোকন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহসভাপতি রিয়াজ, প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশীদ, সমিতির উপদেষ্টা সুদীপ্ত চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন।
×