ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আবারও চট্টগ্রামে যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ আগস্ট ২০১৭

আবারও চট্টগ্রামে যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’

সংস্কৃতি ডেস্ক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’। বিশিষ্ট যাত্রানট মিলন কান্তি দে রচিত নির্দেশিত দেশ অপেরার পরিবেশনায় ও অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেনের ব্যবস্থাপনায় পালাটি আবারও মঞ্চস্থ হচ্ছে আগামী বুধবার বেলা ১১টায়। বাংলার মহানায়ক যাত্রাপালার সমস্ত শিল্পীকুশলীরা এখন চট্টগ্রামের পথে। এই মঞ্চায়ন সম্পর্কে মিলন কান্তি দে বলেন, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এম মনজুর আলম এই বিশ্ববিদ্যালয় কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তারই আগ্রহে ও উৎসাহে দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে পালাটি মঞ্চায়নের সুযোগ পাচ্ছি। চট্টগ্রামের মাটিতেই এ পালার ১০ম প্রদর্শনী শেষ হচ্ছে। তবে এবারের আয়োজনটি করা হয়েছে মূলত শিক্ষার্থীদের জন্য, যারা অভিনয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন কাহিনী জানতে পারবেন। পালায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন এসএম শফি এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছার চরিত্রে পূরবী দত্ত। অন্যান্য ভূমিকায় থাকবে এম আলীম, এম আলম লাবলু, সুদর্শন চক্রবর্তী, এম সিরাজ, মোবারক হোসেন, আবদুর রশীদ, অলি উল্লাহ্ অলি, নিলয় রহমান, শাওন, মোজাম্মেল হক, আলমাস, শংকর সরকার, আবুল কালাম আজাদ, মণিমালা, অরিণ, বিউটিসহ আরও অনেকে। প্রসঙ্গত, ঢাকা, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে কয়েকটি প্রদর্শনীর পর গত ২৪ মার্চ চট্টগ্রামের উত্তর কাট্টলী মোস্তফা-হাকীম বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে পালাটির নবম মঞ্চায়ন হয়।
×