ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাফ অ-১৫ চ্যাম্পিয়নশিপ

বুধবার নেপাল যাবে বাংলাদেশ দল

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ আগস্ট ২০১৭

বুধবার নেপাল যাবে বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনুর্ধ-১৫ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বুধবার নেপালের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ অনুর্ধ-১৫ ফুটবল দল। আগামী ১৮ আগস্ট টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অপর প্রতিদ্বন্দ্বী ভুটান। টুর্নামেন্ট উপলক্ষে রবিবার বাফুফে ভবনে বাংলাদেশ অ-১৫ জাতীয় ফুটবল দলের ম্যানেজার, প্রধান প্রশিক্ষক ও অধিনায়কের উপস্থিতিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফে সদস্য মোঃ শওকত আলী খান জাহাঙ্গীর, বাফুফের কোচেস এডুকেশন কো-অর্ডিনেটর বি এ জোবায়ের নিপু, দলের প্রধান প্রশিক্ষক মোস্তফা আনোয়ার পারভেজ বাবু, অধিনায়ক মোঃ জাহিদ হোসেন ও বাফুফে সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ। অধিনায়ক জাহিদ টুর্নামেন্টে ভাল করার প্রত্যয়ের কথা জানিয়েছেন।
×