ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ জামালের জয়রথ থামাল রহমতগঞ্জ

প্রকাশিত: ০৫:৫২, ১৪ আগস্ট ২০১৭

শেখ জামালের জয়রথ থামাল রহমতগঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন ম্যাচ জিতে উড়ছিল শেখ জামাল ধানমন্ডি। অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ধানমন্ডির ক্লাবটির জয়রথ থামিয়েছে জায়ান্ট কিলার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দলের উপভোগ্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। শেখ জামালের হয়ে গোল করেন বিদেশী ফুটবলার মোমোদাও বাহ। আর রহমতগঞ্জের হয়ে গোলটি পরিশোধ করেন আসিফ হোসেন রিমন। এই ড্রতে শীর্ষে ফেরার সুযোগ হারালো শেখ জামাল। চার ম্যাচ শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে জামালের ভা-ারে জমা ১০ পয়েন্ট। তাদের অবস্থান দুইয়ে। সমান ম্যাচে দুই জয় এবং একটি করে হার ও ড্রয়ে রহমতগঞ্জের পয়েন্ট ৭। এই ড্রয়ে ঢাকা আবাহনী টপকে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে রহমতগঞ্জ। ম্যাচের প্রথমার্ধ ছিল দারুণ উপভোগ্য। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ২১ মিনিটে মোমোদাওয়ের গোলে এগিয়ে যায় সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল। সমতা ফেরাতে দেরি করেনি কামাল বাবুর রহমতগঞ্জ। পরের মিনিটেই দারুণ গোল করেন রিমন। বাদবাকি সময়ে কোন দলই আর গোল পায়নি। ফলে ম্যাচ শেষ হয় সমতাবস্থায়। এদিকে আজ লীগের একমাত্র ম্যাচে মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জনপ্রিয় এ দলটি এখন পর্যন্ত কোন পয়েন্টের মুখ দেখেনি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ঐতিহ্যবাহী দলটি। আজ ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রথম পয়েন্টের খোজে মাঠে নামছে সাদা-কালোরা। এই ম্যাচে মোহামেডানের ডাগআউটে ফিরছেন। কোচ নঈমুদ্দিন। গুঞ্জন ছিল ভারতীয় এই কোচ আর নাও ফিরতে পারেন। তবে সব গুঞ্জন পেছনে ফেলে শনিবার রাতে তিনি মোহামেডানের সঙ্গে যোগ দিয়েছেন। রবিবার দলকে অনুশীলনও করিয়েছেন। মোহামেডান প্রথম দুই ম্যাচে হেরেছে শেখ জামাল ধানমন্ডি ও চট্টগ্রাম আবাহনীর কাছে। তিন নম্বর ম্যাচে হার চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর কাছে। শেষ দুই ম্যাচে মোহামেডানের ডাগআউটে ছিলেন না নঈমুদ্দিন।
×