ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালে সিতলিনা-ওজনিয়াকি

প্রকাশিত: ০৫:৫১, ১৪ আগস্ট ২০১৭

ফাইনালে সিতলিনা-ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ রজার্স কাপের ফাইনালে উঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি এবং এলিনা সিতলিনা। শনিবার টুর্নামেন্টের শেষ চারে ড্যানিশ টেনিস তারকা ৬-২ এবং ৬-৩ সেটে পরাজিত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেøায়ানে স্টিফেন্সকে। দিনের অন্য ম্যাচে পঞ্চম বাছাই এলিনা সিতলিনা ৬-১ এবং ৬-১ গেমে রীতিমতো উড়িয়েই দেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপকে। এদিকে পুরুষ এককে দুর্দান্ত খেলেই রজার্স কাপের ফাইনালে জায়গা করে নিয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। সেমিফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ফেড এক্সপ্রেস পরাজিত করেন হল্যান্ডের রবিন হাসকে। শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ এখন জার্মানির আলেক্সান্ডার জেভারেভ। যিনি দুর্দান্ত ফর্মে থাকা কানাডিয়ান খেলোয়াড় ডেনিস শাপোভালোভকে বিদায় করে রজার্স কাপের ফাইনালের টিকেট কাটেন। সুদীর্ঘ ক্যারিয়ারে ২৫টি ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। অথচ চলতি মৌসুমের বেশিরভাগ সময় পার হয়ে গেলেও তার নামের পাশে যোগ হয়নি কোন ট্রফি! কিন্তু ড্যানিশ টেনিস তারকা খেলেছেন পাঁচটি ফাইনাল। শনিবার ২০১৭ সালের ষষ্ঠ ফাইনালের টিকেট কাটলেন তিনি। সেøায়ানে স্টিফেন্সকে হারাতে এদিন তিনি সময় নেন ৮০ মিনিট। তবে ওজনিয়াকির ক্যারিয়ারে এমন বছরও রয়েছে যেখানে ছয়টি টুর্নামেন্টের ফাইনাল খেলে তার সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। তবে শিরোপা জয়ের পথে তার সামনে এখন বড় বাধা এলিনা সিতলিনা। ইউক্রেনের এই পঞ্চম বাছাই সিতলিনা সেমিফাইনালে হারিয়েছেন হট ফেবারিট সিমোনা হ্যালেপকে। এর আগে কোয়ার্টার ফাইনালেও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলেন তিনি। যেখানে তার বাধা ছিলেন উইম্বলডনের চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা। কঠিন লড়াইয়ের পর স্পেনের মুগুরুজাকেও হারান সিতলিনা। তার সামনে এখন রজার্স কাপ জয়ের হাতছানি। সেমিফাইনাল জিতেই রোমাঞ্চিত সিতলিনা নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘অবশ্যই আমি কিছুটা ক্লান্ত। এরকম দিন কখনই প্রত্যাশা করিনি আমি। তবে ম্যাচে সব মনোযোগ ছিল আমার। জয়ের পর আমি খুবই খুশি।’ এদিকে পুরুষ এককে অবাছাই রবিন হাসকে পরাজিত করে মন্ট্রিল ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন সুইস সুপারস্টার রজার ফেদেরার। শনিবার টুর্নামেন্টের সেমিফাইনালে মাত্র ৭৫ মিনিটের লড়াইয়ে ৩৬ বছর বয়সী ফেদেরার হল্যান্ডের রবিন হাসকে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।
×