ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৭, ১৪ আগস্ট ২০১৭

টুকরো খবর

পদ্মায় পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দাদা বাড়ি গোদাগাড়ীতে বেড়াতে গিয়েছিল স্কুলছাত্র হিরো (৮)। বাড়ির পাশেই পদ্মা নদী। নদী দেখতে পাড়ে গিয়ে দাঁড়ায় সে। তবে অসাবধানতাবশত পা ফসকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক পাশে দাঁড়িয়ে থাকা লোকজন চেষ্টা করে তাকে উদ্ধার করে ঠিকই। তবে হিরোকে বাঁচানো যায়নি। রাজশাহীর গোদাগাড়ীর উজানপাড়া এলাকায় রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র হিরো পিয়ারুল ইসলাম শাহিনের ছেলে ও গ্রিন ভিউ প্রিডেটে স্কুলের ছাত্র। টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের একলাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রবিবার ভোর রাতে টেকনাফের নেটংপাড়ার বরফকল এলাকায় বিজিবি সদস্যরা এ অভিযান চালায়। বিজিবি জানায়, মিয়ানমার সীমান্ত থেকে নাফ নদী পেরিয়ে ৩-৪ জন লোক দুইটি প্যাকেট হাতে করে টেকনাফের নেটংপাড়ার বরফকল এলাকা দিয়ে অনুপ্রবেশ করে। এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তাদের ফেলে দেয়া প্যাকেট দুইটি তল্লাশি করে একলাখ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। বিদ্যুতস্পৃষ্টে মাদ্রাসাছাত্রী নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে রবিবার বিদ্যুতস্পৃষ্টে মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছে। তার নাম তামান্না আক্তার (১৩)। সে শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পেলাইদ গ্রামের জুলহাস মোড়লের মেয়ে এবং পেলাইদ দারুল সুন্নাহ দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। গোসিঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য সাজ্জাদ হোসেন মনির নিহতের বাবার বরাত দিয়ে বলেন, রবিবার দুপুরের দিকে টর্চ লাইট চার্জ দিতে গিয়ে তামান্না সুইচের বৈদ্যুতিক তারে বিদ্যুতস্পৃষ্ট হয়। তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে মীরেসরাইয়ের একতা ফাইবার ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে তিন লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। রবিবার বিকেলে তারা এই জাল জব্দ করেন। এ সময় দীন ইসলাম ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করে। কুমিল্লায় রক্তদান কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৩ আগস্ট ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কুমিল্লায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর নজরুল এ্যাভিনিউ এলাকায় মডার্ন কমিউনিটি সেন্টারে এ কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা অধ্যক্ষ আফজল খান এ্যাডভোকেট। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট চালু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জন্য ‘কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্প’ (সিইডিপি)-এর একটি ডায়নামিক ওয়েবসাইট (হঁ.বফঁ.নফ/পবফঢ়) চালু করা হয়েছে। উক্ত সাইট থেকে প্রকল্পের সকল হাল নাগাদ তথ্য পাওয়া যাবে। সড়ক মেরামত দাবিতে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ আগস্ট ॥ সড়ক দ্রুত চলাচল উপযোগীকরণ ও ভারি যানবাহন চলাচল বন্ধের দাবিতে রবিবার সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোনালী সংসদ সংগঠনের আয়োজনে বেলা ১১টায় ধানখালী এসএইচএ্যান্ড আশ্রাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে এ কর্মসূচী পালিত হয়। গাজী রাইসুল ইসলাম রাজিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ শিক্ষক হুমায়ুন কবির, এরশাদুল আলম, রিপন মিয়া, শিক্ষার্থী স্বর্ণা আক্তার ও মোঃ সালমান প্রমুখ। শ্রীনগরে মা সমাবেশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর পাইলট স্কুল এ্যান্ড কলেজে মা সমাবেশ হয়েছে। রবিবার সকাল ১১টায় কলেজটির মিলনায়তনে এই সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি তোফাজ্জল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, আবু হানিফা মোঃ নোমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক ছিদ্দিকুর রহমান খান ও আঃ হালিম প্রমুখ। পরে মায়েদের সম্মানিত করা হয়। যাত্রীর পেটে ১৪ স্বর্ণবার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৮০ লাখ টাকা মূল্যের ১৪ স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা দুবাই থেকে আসা যাত্রী আবুল মনসুরের কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করেন। জানা যায়, আবুল মনসুর নামের এ যাত্রী দুবাই থেকে আসেন। গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি তার পেটের ভেতরে স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন। পরে বিশেষ কৌশলে সেগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ১৪টি স্বর্ণবারের ওজন প্রায় ১ কেজি ৬শ’ গ্রাম। আলমিরা চাপায় শিক্ষার্থীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকায় সেন্ট প্লাসিড স্কুল গ্রন্থাগারে আলমিরা চাপা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হতভাগ্য এ শিক্ষার্থীর নাম জয়দীপ দত্ত (১১)। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা গেছে, পঞ্চম শ্রেণীর ছাত্র জয়দীপ স্কুল লাইব্রেরিতে পড়তে যায়। সেখানে হঠাৎ একটি আলমিরা কাত হয়ে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
×