ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ আগস্ট ২০১৭

 বঙ্গবন্ধু দেশী-বিদেশী ষড়যন্ত্রের শিকার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

জাবি সংবাদদাতা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষণজন্মা মানুষ। তিনি যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে মাত্র সাড়ে তিন বছরে উন্নতির পথে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশের পর্যায়ে পৌঁছে যেত। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু দেশীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। স্বাধীনতার বিরোধী শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এদেশে কায়েমী স্বার্থ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বাঙালী বঙ্গবন্ধু হত্যার শোককে শক্তিতে পরিণত করেছে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন। উন্নয়নের অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা।
×