ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নার্সকে মারপিট ॥ বাবাসহ ছাত্রলীগ নেতা কারাগারে

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ আগস্ট ২০১৭

নার্সকে মারপিট ॥ বাবাসহ ছাত্রলীগ নেতা কারাগারে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে এক সিনিয়র স্টাফ নার্সকে মারপিট ও শ্লীলতাহানির মামলায় বাবাসহ ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানান, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ফেরদৌসি খাতুন বাদী হয়ে শ্লীলতাহানি ও সরকারী কাজে বাধা দান এবং মারপিটের অভিযোগে শনিবার রাতে মামলাটি করেছেন। ওই মামলায় ছাত্রলীগ নেতা হিমেল এবং তার বাবা জাহাঙ্গীর আলমকে আসামি করা হয়েছে। এ মামলায় রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জাল বিতরণ স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ ‘ইকোফিশ’ প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলার বোয়ালিয়া এবং গ্রামমর্দ্দন গ্রামের ২৮ দরিদ্র ইলিশ জেলে পরিবারের মাঝে রবিবার দুপুরে ইলিশ মাছ ধরার সুতার জাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেনÑ গলাচিপা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, আল মামুন তালুকদার, গোলাম মোস্তফা প্রমুখ। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউএসআইডির আর্থিক সহায়তায় কলাপাড়া, বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় ইলিশ মাছ সংশ্লিষ্ট জনগণের জীবনমান উন্নয়নে ‘ইকোফিশ’ নামের প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের অংশ হিসেবেই জেলেদের জাল বিতরণ করা হয়। তাল বীজ রোপণ উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাস্তার পাশে তাল বীজ রোপণ কর্মসূচী রবিবার সকালে গৌরনদীতে উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলার ৫০ কিলোমিটার রাস্তায় তাল বীজ রোপণের লক্ষ্য নিয়ে মাহিলাড়া এলাকা থেকে কর্মসূচীর উদ্বোধন করেন মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফকরুল ইসলাম। বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ, মঈন কবির অমিত প্রমুখ।
×