ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ আগস্ট ২০১৭

কক্সবাজারে যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে জেলার পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম এবং তার চার ভাই আলমগীর, আজম, কাইয়ুম ও ওসমান সরওয়ার বাপ্পীকে গ্রেফতার করেছে। রবিবার ভোর রাতে র‌্যাব সদস্যরা জাহাঙ্গীরের বসতঘরে এ অভিযান চালায়। ও সময় দুইটি দেশে তৈরি কাটা বন্দুক, একটি লম্বা বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ১৭ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে। এ ঘটনার পর যুবলীগের নেতাকর্মী ও তার অনুসারীরা বিক্ষোভ মিছিল করেছে। লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৩ আগস্ট ॥ সদর উপজেলার পৌর এলাকার গোপীনাথপুর গ্রামে মসজিদ ভূঁইয়া বাড়িতে সৌদি প্রবাসী মনির হোসেনের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ৮-১০ জনের ডাকাত দল শনিবার গভীর রাতে প্রায় দুটার দিকে গৃহকর্তীসহ ঘরে অবস্থানরত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, প্রায় আট ভরি স্বর্ণ-গহনা, মোবাইল ফোন, টেপ ও বিভিন্ন মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। ডাকাত দল পাকা দালানের তিনটি কাঠের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। কুষ্টিয়ায় গ্রেফতার ছয় নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি রিভলবার, ১ রাউন্ড গুলি ও দেশীয় কয়েকটি ধারালো অস্ত্র। পুলিশ জানান, হাউজিং ই-ব্লকের পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে হোসেন হাওলাদার (৪০), ফরিদ হাওলাদার (৩৫), মোঃ সেন্টু আকন্দ (৩৫), খোকন সর্দার (৪০), বাচ্চু মাঝি ও সিরাজ মিয়া নামের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজনের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়, দুজনের বাড়ি বাগেরহাটের স্মরণখোলা এবং একজনের বাড়ি মানিকগঞ্জে।
×