ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহী চিড়িয়াখানায় পদ্মার সঙ্গী হলো গড়াই

প্রকাশিত: ০৫:৩০, ১৪ আগস্ট ২০১৭

রাজশাহী চিড়িয়াখানায় পদ্মার সঙ্গী হলো গড়াই

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ অবশেষে একাকিত্ব ঘুচল রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার জলে ভাসা নারী ঘড়িয়াল ‘পদ্মা’র। রবিবার ঢাকা কেন্দ্রীয় চিড়িয়াখানা থেকে পুরুষ ঘড়িয়াল ‘গড়াই’ নিয়ে এসে পদ্মার সঙ্গী হিসেবে জলে ভাসিয়ে দেয়া হয়। যেন বিরহের সেই অবসান ঘটল পদ্মার সঙ্গে গড়াইয়ের। মিঠাপানির বিরল প্রজাতির কুমির, ঘড়িয়াল। পদ্মা ও যমুনায় একসময় প্রচুর দেখা মিলত, এখন বিলুপ্তির পথে। দীর্ঘদিন ধরেই রাজশাহী চিড়িয়াখানায় দুটি ঘড়িয়াল ছিল, তবে দুটিই মাদি (স্ত্রী লিঙ্গের)। আবার ঢাকা চিড়িয়াখানায় যেসব ঘড়িয়াল আছে সেগুলো সব পুরুষ লিঙ্গের। রাজশাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষ আর্থিক সঙ্কটের কারণে এতদিন তাদের বিনিময় করে প্রজননের পরিবেশ সৃষ্টি করতে পারেনি। তবে এবার রাজশাহী ও ঢাকা চিড়িয়াখানা এবং বন বিভাগের সহযোগিতায় ইন্টারন্যাশাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) আন্তঃচিড়িয়াখানা ঘড়িয়াল বিনিময়ের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে রবিবার ঢাকা থেকে পুরুষ লিঙ্গের ঘড়িয়াল নিয়ে এসে অবমুক্ত করা হলো রাজশাহীতে। পুরুষ লিঙ্গের এ ঘড়িয়ালের নাম রাখা হয়েছে গড়াই। আর রাজশাহীতে থাকা স্ত্রী লিঙ্গের ঘড়িয়ালের নামকরণ হয়েছে পদ্মা। প্রজনন ও বংশ বিস্তারের উদ্যোগ হিসেবে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যানের পুকুর থেকে একটি মাদি ঘড়িয়াল ঢাকা চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পর সেখান থেকে নিয়ে আসা হয় পুরুষ ঘড়িয়াল। রাজশাহী চিড়িয়াখানার কিউরেটর ডাঃ ফরহাদ উদ্দিন বলেন, শনিবার সকালে রাজশাহী থেকে নিয়ে যাওয়া মাদি ঘড়িয়ালটি অবমুক্ত করা হয় ঢাকা চিড়িয়াখানায়। আর রবিবার সেখান থেকে নিয়ে এসে রাজশাহীতে অবমুক্ত করা হলো পুরুষ ঘড়িয়াল। ডাঃ ফরহাদ জানান, ঘড়িয়াল বিনিময়ের পাশাপাশি ঢাকা চিড়িয়াখানা থেকে ৪টি রঙিন ময়ূর নিয়ে আসা হয়েছে রাজশাহীতে। এদের দুটি পুরুষ ও দুটি নারী। ময়ূরগুলোরও এখানে প্রজনন করে বংশ বিস্তার করানো হবে।
×