ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নির্মাণের দুই মাসেই ভেঙ্গে পড়েছে কালভার্ট

প্রকাশিত: ০৫:২৯, ১৪ আগস্ট ২০১৭

নির্মাণের দুই মাসেই ভেঙ্গে পড়েছে কালভার্ট

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ১৩ আগস্ট ॥ বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) বরাদ্দকৃত দুই লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ করা এনায়েতপুর থানার জালালপুরে একটি বক্স কালভার্ট উদ্বোধনের দুই মাস না যেতেই ভেঙ্গে গেছে। বর্তমানে ব্যবহারের অনুপযোগী কালভার্টে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পাঁচ গ্রামের বাসিন্দা। তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে কালভার্টটি নির্মাণ করার কারণেই ভেঙ্গে গেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। জানা যায়, এনায়েতপুরের জালালপুর ইউনিয়নের বাঐখেলা, পাকুরতলা, জালালপুর, কুঠিপাড়া ও আদর্শ গ্রামের (গুচ্ছগ্রাম) প্রায় সাড়ে সাত হাজার মানুষের নিত্যদিনের যাতায়াতের ভোগান্তি দূর করতে এডিপির বিশেষ বরাদ্দকৃত দুই লক্ষাধিক টাকা ব্যয়ে বাদল মোড়-জালালপুর বাজার রাস্তার মাঝে বক্স কালভার্টটি নির্মাণ করা হয়। জুন ক্লোজিংয়ের সময় তড়িঘড়ি করে নামমাত্র ইট-বালু-সিমেন্ট দিয়ে নির্মাণের মাত্র দুই মাসের মধ্যেই কালভার্টের পশ্চিমের অংশ দেবে যায়। বন্যার পানি প্রবেশের সময় কালভার্টটির নিচের পার্টিশনের অংশ ভেঙ্গে যাওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বস্তা ও বাঁশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে হাজার হাজার মানুষ। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। তারা কালভার্টটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছে। এ বিষয়ে স্থল পাকরাশি ইনস্টিটিউশন স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী রুবেল রানা, জাহাঙ্গীর হোসেন ও জোছনা খাতুন বলেন, জালালপুর বাজারসংলগ্ন কালভার্টটি নির্মাণের দুই মাসের ব্যবধানে ভেঙ্গে গেছে। এ কারণে তিনটি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের অন্তত ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও বাজারের ব্যবসায়ীসহ পথচারীদের ভোগান্তিতে পড়ে অনেক কষ্ট করে ভাঙ্গা কালভার্ট বেয়ে উঠে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
×