ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে জনতার রোষানলে সওজ কর্মকর্তা

প্রকাশিত: ০৫:২৯, ১৪ আগস্ট ২০১৭

বরিশালে জনতার রোষানলে সওজ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বেহাল দশা পরিদর্শনে এসে উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেছেন সওজের উপ-সহকারী প্রকৌশলী। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল দশটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটার দিকে মহাসড়কের মাহিলাড়া এলাকায় সড়ক ও জনপথের একটি গাড়ি দেখতে পেয়ে এলাকাবাসী এগিয়ে আসেন। এ সময় ওই গাড়ির মধ্যেই বসা ছিল বরিশাল সড়ক ও জনপদ বিভাগের গৌরনদী উপজেলার দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী হানিফ। সওজের গাড়ি দেখেই স্থানীয়রা গাড়িটি ঘিরে রেখে সেতুমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদ-উল-আযহার আগেই সড়ক সংস্কার করা হবে কিনা সে বিষয়ে প্রকৌশলীর কাছে জানতে চান। এ সময় খুব শীঘ্রই মহাসড়ক সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন ওই প্রকৌশলী। সূত্রমতে, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র ব্যস্ততম ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা থেকে উজিরপুরের ইচলাদী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার অংশে সড়ক বর্ধিতকরণের নামে গত আট মাস পর্যন্ত ঠিকাদার খোঁড়াখুঁড়ি করে কাজ ফেলে রাখায় মূল সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে উজিরপুর ও গৌরনদী উপজেলার অংশ এখন মরন ফাঁদে পরিণত হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। প্রতিনিয়ত চরম ঝুঁকির মধ্যে ৩০ কিলোমিটারের অংশে চলাচল করছে সহস্রাধিক যাত্রী ও মালবাহী পরিবহন।
×