ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

প্রকাশিত: ০৫:১৬, ১৪ আগস্ট ২০১৭

সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২১ পয়েন্টে অবস্থান করছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এদিকে ডিএসইতে প্রধান সূচক বাড়লেও বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। মূলত ব্যাংক খাতের শতভাগ কোম্পানির দর বাড়ার কারণে সূচকের এ উর্ধগতি। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৮৪ কোটি ১ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৯৬১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ারদর। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩১১ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১২৬ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, ডিএসইতে সারাদিনে ১৯৭টি কোম্পানির দর কমলেও প্রধান বাজারের সূচকটি প্রায় ২০ পয়েন্ট বেড়েছে। ব্যাংক খাতের ৩০টি কোম্পানিসহ দিনটিতে ১০২টি কোম্পানির দর বেড়েছে। সারাদিনে ব্যাংক খাতের মোট ২.৭০ শতাংশ দর বেড়েছে। বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে ডিএসইতে খাতটি মোট ৩৬.৪০ শতাংশ লেনদেন করেছে। প্রকৌশল খাতটি মোট লেনদেনের ১৪ শতাংশ দখল করে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন করেছে। সারাদিনে আগের দিনের চেয়ে মোট ১৯.০১ শতাংশ লেনদেন কমেছে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বিবিএস কেবল, আইএফআইসি, ফরচুন সুজ, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটো, সিএ্যান্ডএ টেক্সটাইল, প্রাইম ব্যাংক, রূপালী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক, মুন্নু স্টাফলার, বিবিএস কেবল, শাহজালাল ইসলামী ব্যাংক, আইএফআইসি, যমুনা ব্যাংক ও ঢাকা ব্যাংক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- বিএসআরএম লিমিটেড, সিডিএমবিডি মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, ফু-ওয়াং ফুড, ঢাকা ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারী, শ্যামপুর সুগার, বিডিকম ও খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১৩৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- এসআইবিএল, ব্যাংক এশিয়া, বিবিএস কেবল, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, ফু-ওয়াং ফুড, আইএফআইসি, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×