ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

প্রকাশিত: ০৫:১৪, ১৪ আগস্ট ২০১৭

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে একদিন বন্ধ থাকার পর আবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল থেকে পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়ক ও স্থল শুল্ক স্টেশন এবং ইমিগ্রেশন থেকে পানি কমে যাওয়ায় বন্দরের আমদানি-রফতানিসহ সব ধরনের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে কয়েকটি পণ্যবোঝাই ট্রাক আগরতলায় প্রবেশ করেছে। এর আগে ভারতের পাহাড়ী ঢলের কারণে অস্বাভাবিকভাবে পানি বেড়ে আখাউড়া স্থলবন্দরসহ সীমান্তবর্তী অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। এতে আখাউড়া ইমিগ্রেশন, স্থল শুল্ক স্টেশনে হাঁটুপানি জমে এবং আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে যায়। অর্থনৈতিক রিপোর্টার
×