ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৌদি সরকার ২১৭ কোটি রিয়াল বিনিয়োগ করবে

প্রকাশিত: ০৫:১৩, ১৪ আগস্ট ২০১৭

সৌদি সরকার ২১৭ কোটি রিয়াল বিনিয়োগ করবে

নিজ দেশের অভ্যন্তরে নতুন করে প্রায় ৮১৬টি প্রতিষ্ঠান নির্মাণ করতে যাচ্ছে সৌদি আরব। এজন্য প্রায় ২১৭ কোটি ৬০ লাখ সৌদি রিয়াল (৪ হাজার ৬৬৮ কোটি টাকা) বিনিয়োগ করবে। এই প্রতিষ্ঠানগুলোর কারণে ৬৫ হাজার ৮১৬ জন লোকের নতুন করে কর্মসংস্থান হবে বলে জানিয়েছে দেশটির খনিজ জ্বালানি ও শিল্প মন্ত্রণালয়। সৌদি গেজেট সূত্রে এ তথ্য জানা গেছে। খনিজ মন্ত্রণালয় প্রকল্পের যে তালিকা করেছে তার মধ্যে ২১২টি প্রতিষ্ঠানই নির্মাণাধীন। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ধাতব শিল্প প্রতিষ্ঠান ১৩০টি, রাবার ও প্লাস্টিক ১২৮টি, খাবার ৫৯টি ও ৫৫টি রাসায়নিক কারখানা বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয়ের শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী সালেহ আল-সুলামি জানান, এই উন্নয়ন প্রকল্প ২০৩০ ভিশনকে সামনে রেখে করা হচ্ছে। সমস্ত সুবিধাদি প্রদান করে এ খাতে বিনিয়োগ করার উৎসাহ দেয়া হচ্ছে। নতুন এই জাতীয় কৌশলটি শিল্প খাতের সফলতা বৃদ্ধি এবং রাজ্যের শিল্প রফতানি বৃদ্ধির জন্য নক্সা করা হয়েছে বলেও জানান তিনি। অর্থনৈতিক রিপোর্টার
×