ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিনিয়োগে স্থবিরতা কেটে গেছে ॥ মুহিত

প্রকাশিত: ০৫:১০, ১৪ আগস্ট ২০১৭

বিনিয়োগে স্থবিরতা কেটে গেছে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে বিনিয়োগে যে স্থবিরতা দেখা দিয়েছিল তা কেটে গেছে। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ এখন বাড়ছে। রবিবার চট্টগ্রামে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড নির্মিত একটি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা ব্যবসা করার জন্য উপযোগী পরিবেশ চান। মারামারি করবেন, কাটাকাটি করবেন তাহলে সেখানে বিনিযোগ হবে কি করে। রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছিল। অস্থিরতা কেটে যাওয়ায় স্থবিরতাও কেটে গেছে। এখন বিনিয়োগ বাড়ছে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে বিনিয়োগকারীরা উৎসাহী হচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন। চট্টগ্রামে অবস্থিত ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড ইতোমধ্যেই জাহাজ নির্মাণ করে ইউরোপসহ বিভিন্ন দেশে রফতানি করেছে। এ ধারাবাহিকতায় রবিবার হস্তান্তরিত হয় প্রতিষ্ঠানটির নির্মিত জাহাজ ‘দরিয়া’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন।
×