ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমাদের পার্টির অবস্থান প্রধান বিচারপতিকে জানিয়েছি ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:০৮, ১৪ আগস্ট ২০১৭

আমাদের পার্টির অবস্থান প্রধান বিচারপতিকে জানিয়েছি ॥ ও. কাদের

বিশেষ প্রতিনিধি ॥ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের পর্যবেক্ষণ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ও আওয়ামী লীগের অবস্থান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে তুলে ধরেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাক্ষাতকালে ওবায়দুল কাদের ওই রায়ে অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণগুলো বাদ দিয়ে রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, আজ সোমবার সকালে গণভবনে গিয়ে সাক্ষাতের অগ্রগতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন ওবায়দুল কাদের। প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে সম্মিলিত ক্রীড়া পরিবার আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধান বিচারপতির বাড়িতে গিয়েছিলাম, তার সঙ্গে আলোচনা হয়েছে। আমি তার সঙ্গে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের যে পর্যবেক্ষণ বা অবজারভেশন ছিল, সেগুলো নিয়ে আমাদের পার্টির বক্তব্য তাকে জানিয়েছি। তাঁর সঙ্গে আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে। আরও আলোচনা হবে। আলোচনা এখনও শেষ হয়নি। শেষ হওয়ার আগে আমি কোন মন্তব্য করতে চাই না। সময় মতো সব কথাই আপনারাও জানবেন, আমিও বলব। বিষয়টি নিয়ে আমি আজ (???বার) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলেছি। শনিবার রাতে প্রধান বিচারপতির সঙ্গে তার সরকারী বাসভবনে সাক্ষাত করতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি ষোড়শ সংশোধনীকে অবৈধ করে আপীল বিভাগের রায় ও পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির কাছে সরকার ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন। সূত্র জানায়, ওই সাক্ষাতে ওবায়দুল কাদের প্রধান বিচারপতিকে জানিয়েছেন, ‘এ রায় নিয়ে রাজনৈতিক মহলে অস্থিরতা সৃষ্টি হয়েছে- যা অনভিপ্রেত। রায়কে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত কোন পরিস্থিতি তৈরি হোক বা বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের মুখোমুখি অবস্থান তৈরি হোক সরকার তা চায় না। তাই রায়ে থাকা অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাদ দিয়ে রাজনৈতিক মহলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা বিচার বিভাগের দায়িত্ব। তিনি অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণগুলো বাদ দেয়ার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ জানান। তবে প্রধান বিচারপতি তাৎক্ষণিকভাবে তার কোন অবস্থান ওবায়দুল কাদেরকে জানাননি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের এ ব্যাপারে সাংবাদিকদের জানান, শনিবার রাতে প্রধান বিচারপতির সরকারী বাসভবনে সাক্ষাত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বিচারপতি ও মন্ত্রীর (ওবায়দুল কাদের) মধ্যে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। সেখানে নৈশভোজেও অংশ নেন মন্ত্রী। ওবায়দুল কাদেরের উদ্ধৃতি দিয়ে আবু নাসের বলেন, ‘মন্ত্রী আমাকে জানিয়েছেন, তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ করে দেয়া রায় ও পর্যবেক্ষণ নিয়ে সরকার ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরেন। তবে প্রধান বিচারপতির সঙ্গে হওয়া আলোচনা এখনও ফলপ্রসূ হয়েছে কিনা তা তিনি জানাননি।’ তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক ও এ আলোচনা আরও কয়েক দফা হতে পারে।’ অপর একটি সূত্র জানায়, শনিবার রাতে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের বিষয়বস্তু ও অগ্রগতি জানাতে ???বার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করতে তার সরকারী বাসভবন গণভবনে যান ওবায়দুল কাদের। তবে সাক্ষাতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কী কী বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। তবে সোমবার স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করে আমি সরকার ও দলের অবস্থান তুলে ধরেছি।
×