ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বায়তুল মোকাররম এলাকা থেকে ১৪০ স্বর্ণের বারসহ যুবক আটক

প্রকাশিত: ০৭:৫৯, ১৩ আগস্ট ২০১৭

বায়তুল মোকাররম এলাকা থেকে ১৪০ স্বর্ণের বারসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে ১৪০টি স্বর্ণের বারসহ রবিউল (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পল্টন থানা পুলিশ ও শুল্ক গোয়েন্দা সমন্বয়ে একটি টিম তাকে গ্রেফতার করে। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জনকণ্ঠকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানা পুলিশ ও শুল্ক গোয়েন্দা টিম বায়তুল মোকাররমে স্বর্ণ মার্কেটের সামনে থেকে রবিউলকে গ্রেফতার করে। এ সময় ওই ব্যক্তির ব্যাগ এবং দেহ তল্লাশি করে ১৪০টি সোনার বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো স্কচটেপে মোড়ানো ছিল। সব মিলিয়ে ওজন ১৬ কেজি ২৪০ গ্রাম। ডিসি আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত রবিউলকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তিনি জানান, বাংলাদেশে গহনার বড় বিপণি বিতানগুলোর মধ্যে একটি বায়তুল মোকাররম মার্কেট। রবিউল ওই মার্কেটের একটি দোকানে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন, যারা এই স্বর্ণ চোরাচালানোর সঙ্গে জড়িত। সবার নাম এখন পুলিশের হাতে। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে। উপ-পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, ইতোমধ্যে গ্রেফতারকৃত রবিউলকে কাকরাইলে শুল্ক ও গোয়েন্দা দফতরে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রাত পৌনে ৯টার দিকে শুল্ক ও গোয়েন্দা দফতর এ ব্যাপারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
×