ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শেষ হলো সার্ক টেক সামিট

প্রকাশিত: ০৭:৪০, ১৩ আগস্ট ২০১৭

রাজধানীতে শেষ হলো সার্ক টেক সামিট

সিটিও ফোরাম বাংলাদেশ এবং ইনফোকম কলকাতার আয়োজনে রাজধানী ঢাকায় শনিবার শেষ হয়েছে দুই দিনব্যাপী সার্ক টেক সামিট-২০১৭। ‘ডিজিটাল ট্রান্সফর্মেশন’ অর্থাৎ ডিজিটাল রূপান্তরকে প্রাধান্য দিয়ে আয়োজন করা হয় এ সম্মেলন। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম হোটেল ওয়েস্টিনে শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খবর বাসসর। শনিবার সামিটের শেষ দিনে আইওটি, ক্লাউড, রিস্ক ম্যানেজমেন্টসহ অন্যান্য বিষয়ে মোট ছয়টি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানের আয়োজকরা জানান, সামিটে তথ্যপ্রযুক্তিভিত্তিক নয়টি টেকনিক্যাল সেশনের মধ্যে বিগডাটা, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল বিজনেজ সিকিউরিটির মতো বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হয়েছে। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশে যে ডিজিটাল রূপান্তর ঘটেছে তা পুরো বিশ্বের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। খুব দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে এ রূপান্তর ঘটেছে এবং একেবারে প্রত্যন্ত এলাকার মানুষও ডিজিটাল রূপান্তরের আওতায় আসছে। ই-গবর্ননেন্স, ই-এডুকেশন, ই-এগ্রিকালচার বিকাশ লাভ করেছে। তারানা হালিম আরও বলেন, ‘সব প্রান্তিক মানুষকে এখন ডিজিটাল সেবা দেয়া এবং সেবার মান উন্নত করাই আমাদের সরকারের লক্ষ্য। এ সেবাকে আমরা আরও সুলভ করতে চাই। এ তিনটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটালাইজেশনই আমাদের অগ্রাধিকার।’
×