ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবসরের আগে দেশকে বিশ্বকাপ উপহার দিতে চান

বাংলাদেশকে নিয়ে সাকিবের স্বপ্ন

প্রকাশিত: ০৫:০৫, ১৩ আগস্ট ২০১৭

বাংলাদেশকে নিয়ে সাকিবের স্বপ্ন

মিথুন আশরাফ ॥ ‘শরীর যদি পারমিট করে তাহলে আরও ১০ বছর পর্যন্ত খেলতে পারব ইনশাল্লাহ। আর আমার স্বপ্ন হচ্ছে অবসরে যাবার আগে বাংলাদেশকে বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট উপহার দেয়ার।’ কথাগুলো বলেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার রাতে নিউইয়র্কের কুইন্সে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক অনুষ্ঠানে নিজের এই স্বপ্নের কথা জানান সাকিব। তিনি এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল) খেলছেন। সামনেই তার দুটি ম্যাচ রয়েছে। সর্বশেষ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলেন। জিতেন। পোর্ট অব স্পেনে হওয়া সেই ম্যাচটি শেষেই নিউইয়র্ক উড়াল দেন। যুক্তরাষ্ট্রের ভিসাও নেয়া আছে সাকিবের। নিউইয়র্কে গিয়ে অনুষ্ঠানে এমন কথা বলেন সাকিব। সাকিব জানান, দেশের ক্রিকেট এখন যে পর্যায়ে রয়েছে, উত্তরসূরিরা একে আরও ওপরে নিয়ে যাবে। উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করার সিদ্ধান্তটি ছিল তার জীবনের সময়োপযোগী একটি সিদ্ধান্ত। কারণ, তিনি শিশিরের কাছ থেকে উৎসাহ পান। এমনটিও জানান সাকিব। সাকিব বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে আমরা একটি পর্যায়ে এনেছি। আমাদের পরবর্তী প্রজন্ম এ পর্যায় থেকে আরেকটি পর্যায়ে নিয়ে যাবে। আমি খুবই আশাবাদী যে নতুন প্রজন্মের ক্রিকেটাররা বর্তমানের মতো সর্বস্তরের মানুষের ভালবাসা পেতে থাকলে নিশ্চয়ই বিশ্ব ক্রিকেট ইতিহাসে বাংলাদেশ অনন্য এক স্থান দখলে রাখতে সক্ষম হবে।’ স্ত্রীকে নিয়ে সাকিব জানান, ‘ফেসবুকে পরিচয় ঘটে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে। এত সুন্দর মেয়ে, ছবি দেখেই অভিভূত হই। একপর্যায়ে মনে হয়েছিল যে, এটি হয়তো কোন ফেইক আইডি। কিন্তু বাস্তবেই যে সে...। লন্ডনে খেলার সময় দেখা হয় দুইবার। এরপরই বিয়ে। প্রেম করার তেমন সুযোগ ঘটেনি। তবে তাকে বিয়ে করার সিদ্ধান্তটি ছিল আমার জীবনের সবচেয়ে ভাল এবং সময়োপযোগী একটি সিদ্ধান্ত। কারণ, বিয়ের পর আমি আরও বেশি উৎসাহ পাচ্ছি ক্রিকেটের প্রতি।’ কলকাতা নাইট রাইডারসের মালিক শাহরুখ খানের সঙ্গেও কথা বলেন সাকিব। এর ফলে শাহরুখ সম্পর্কে সাকিবের অনেক ধারণা হয়েছে। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘খুবই হাম্বল এবং বন্ধুসুলভ আচরণ করেন। বাংলাদেশের খেলা তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকেন। আমার সঙ্গে যখনই কথা হয়, তিনি আমাদের টিমের খেলা পর্যালোচনা করেন এবং বাংলাদেশের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে আমাকে উপদেশ দেন কিভাবে ভাল বাবা এবং ভাল স্বামী হওয়া যায়।’ শুক্রবার রাতে ‘শো টাইম মিউজিক’ নামক একটি বিনোদন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংস্থাটির প্রেসিডেন্ট আলমগীর খান আলমের আমন্ত্রণে অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটে। এর আগে সাকিবকে প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন বহু বছর যাবৎ নিউইয়র্কে বসবাসরত আরেক কৃতী এ্যাথলেট ও সাপ্তাহিক ঠিকানার প্রেসিডেন্ট সাঈদ-উর রব। ১৯৮০ সালে এ রব ডিসকাস থ্রোতে নতুন জাতীয় রেকর্ড গড়েছিলেন। অনুষ্ঠানে বক্তৃতার কোন সুযোগ ছিল না সাকিবের। সরাসরি দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তরপর্বে চলে যান সাকিব। এক প্রশ্নের জবাবেই ৬ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করা সাকিব বিশ্বকাপ জিতেই অবসরে যাওয়ার কথা বলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৬ সালের ৬ আগস্ট অভিষেক ঘটে সাকিবের। জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হয় তার আন্তর্জাতিক অঙ্গনে পথ চলা। এরপর একই বছর নবেম্বরে জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক টি২০ খেলেন। ২০০৭ সালের মে মাসে খেলে প্রথম টেস্ট। দীর্ঘ এ ১১ বছরের যাত্রা ভালই চলেছে সাকিবের। দেশের সেরা অলরাউন্ডার এখন সাকিব। তিন ফরমেটেই বিশ্বসেরা অলরাউন্ডারও ছিলেন। টেস্টে ৪৯ ম্যাচে ৯২ ইনিংসে ব্যাট করে ৪০.৯২ গড়ে ৩৪৭৯ রান করেছেন। বল হাতে নিয়েছেন ১৭৬ উইকেট। ওয়ানডেতে ১৭৭ ম্যাচ খেলে ৩৪.৮৪ গড়ে ৪৯৮৩ রান করেছেন। বল হাতে ২২৪ উইকেট নিয়েছেন। টি২০তে ৫৯ ম্যাচ খেলে ২৩.৬৮ গড়ে ১২০৮ রান করেছেন। বল হাতে ৭০ উইকেট নিয়েছেন। সাকিব বিশ্বের সব দেশেরই টি২০ ফ্র্যাঞ্চাইজি লীগ খেলেছেন। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বিদেশের সব ফ্র্যাঞ্চাইজি লীগে খেলেছেন। এখন খেলছেন সিপিএল। সিপিএল খেলতে গিয়েই অবসর নেয়ার আগে বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা জানান সাকিব।
×