ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নগ্ন পায়ে বিমানে ওঠা নিষেধ নারীদের

প্রকাশিত: ০৪:৫৩, ১৩ আগস্ট ২০১৭

নগ্ন পায়ে বিমানে ওঠা  নিষেধ নারীদের

নগ্ন পা বা পা ঢেকে না রাখলে সৌদি আরবের জাতীয় বিমান সাউদিয়া এয়ারলাইন্সে কোন নারীযাত্রী ভ্রমণ করতে পারবেন না। সম্প্রতি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিমানের যাত্রীদের পোশাক পরিধানের নির্দেশনা দিয়েছে সাউদিয়া কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোন যাত্রী এমন পোশাক পরতে পারবে না, যা অন্য যাত্রীর অশান্তির কারণ হয়। যদি কেউ এই নির্দেশ না মানেন তবে তিনি ভ্রমণের অধিকার হারাবেন। এই নিষেধাজ্ঞায় নারীদের উদ্দেশে বলা হয়েছে, যারা হাত বা পায়ের অংশ উন্মুক্ত থাকে এমন পাতলা বা ছোট পোশাক পরেন তারা বিমানে ভ্রমণ করতে পারবেন না। পুরুষদের মধ্যে যারা খালি পায়ে থাকেন বা পা উন্মুক্ত রাখে এমন পোশাক পরেন তারাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সমালোচনার সৃষ্টি হলে ড্রেস কোড নিয়ে ইংরেজীতে লেখা ওই বিজ্ঞপ্তি সরিয়ে নেয় সাউদিয়া। -ওয়েবসাইট
×