ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৩, ১৩ আগস্ট ২০১৭

টুকরো খবর

মাদক প্রতিরোধে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১২ আগস্ট ॥ লোহাগড়ায় মাদক বেচাকেনা বন্ধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাংখারচর কাজীপাড়া ঈদগাহ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া একটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন এলাকাবাসী। মোহাম্মদ আলী সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী জামসেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী আরোজ আলী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মোল্যা, ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) কাজী আকিদুল, স্বরসতীর একাডেমির শিক্ষক ফকির সেলিম আহমেদ, চরদৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সবুজ ফকির, রাফিকুল চৌধুরী, লংকারচরের মোশরাফ মোল্যা, কাবুল সিকদার, ডিক্রিরচরের আবু শেখ, ইচাখালির বাবর মোল্যা, বাগপাড়ার ফকর উদ্দিন মোল্যা প্রমুখ। ১২৯ পরিবারে বিদ্যুত সংযোগ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ আগস্ট ॥ বিদ্যুতের আলোয় আলোকিত হলো কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামুরিবুনিয়া গ্রাম। ওই গ্রামের ১২৯ জন গ্রাহককে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান, পল্লী বিদ্যুতের কলাপাড়াস্থ ডিজিএম সুদেব কুমার সরকার, পল্লী বিদ্যুত সমিতি পটুয়াখালীর পরিচালক প্রভাষক ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, মকবুল হাওলাদার প্রমুখ। চাকামইয়ার প্রত্যন্ত এলাকার ১২৯ কৃষক পরিবার বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে স্বস্তি খুঁজে পেয়েছেন। পবিস স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে বিদ্যুত সংযোগ দিতে ব্যয় হয়েছে ৩৯ লাখ ৪০ হাজার ২৫৬ টাকা। এজন্য নতুন দুই দশমিক ৮৮ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন স্থাপন করা হয়েছে। দুর্বৃত্তের হামলায় প্রবাসী আহত নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১২ আগস্ট ॥ শুক্রবার রাতে বগুড়ার আদমদীঘিতে জোবায়ের হোসেন (২৬) নামের এক আমেরিকা প্রবাসী দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শুক্রবার রাতেই থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। জানা গেছে, সান্তাহার পৌর শহরের সুতাপট্টি মহল্লার বাসিন্দা মহসিন আলীর ছেলে আমেরিকা প্রবাসী কলেজছাত্র জোবায়ের হোসেন দেড় মাস আগে দেশে আসেন। রবিবার আবার আমেরিকায় যাওয়ার কথা। এ কারণে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করার জন্য তিনি ওইদিন সন্ধ্যারাতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের লক্ষ্মীকুল গ্রামে যাচ্ছিলেন। তিনি সান্তাহার শহর পাশের বড় আখিড়া রাস্তার রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কাছে পৌঁছলে, ৩-৪ জন অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর মারপিট ও ধারালো অস্ত্রাঘাতে আহত করে। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করে। সাপাহারে বৃক্ষমেলার উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ আগস্ট ॥ ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’ এ স্লোগান সামনে রেখে শনিবার নওগাঁর সাপাহারে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে জিরোপয়েন্ট স্বাধীনতা মঞ্চে প্রধান অতিথি সাধন চন্দ্র মজুমদার এমপি মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়ার সভাপতিত্বে এ সময় সেখানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী, নওগাঁ জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, ফাহিমা পারভীন, উপজেলা কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম শাহ, উপজেলা সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রমুখ। সভায় বক্তাগণ উপজেলার প্রতিটি মানুষকে একটি করে ফলদ বৃক্ষরোপণের পরামর্শ দেন। শেষে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে গাছ বিতরণ করেন। শিবিরের দুই নেতা আটক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে গোপন বৈঠকের সময় ইসলামী ছাত্র শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর লক্ষীপুর এলাকায় অবস্থিত প্যারামেডিক্যাল কলেজ থেকে তাদের আটক করে রাজপাড়া থানা পুলিশ। আটকরা হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চকশিবপুর গ্রামের বাসিন্দা ও ছাত্রশিবির প্যারামেডিক্যাল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এবং চাঁদপুরের কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের একই কলেজের শিবিরের কর্মী সংগ্রহ উপসম্পাদক জহিরুল ইসলাম। পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর রাজপাড়া থানার প্যারামেডিক্যাল কলেজে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা আগামী ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা নিয়ে গোপন বৈঠক করছিল বলে জানায় পুলিশ। ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১২ আগস্ট ॥ বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত ১৩ জুন রাঙ্গামাটির ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শনিবার ১ লাখ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। অর্শতাধিক পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। ওইদিন রাঙ্গামাটি শিশু নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ তৌফিকুর রহমান । সমিতির চট্টগ্রাম জেলার সহসভাপতি দীপক বড়ুয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ করিম উদ্দিন, রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি বাপ্পী চাকমা, সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হাকিম, প্রকৌশলী রোনেল চাকমা, রাঙ্গামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পূলক চক্রবর্তী, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক আলমগীর মানিক এই সময় উপস্থিত ছিলেন। ট্রেনে কেটে নিহত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১২ আগস্ট ॥ সীতাকু-ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২২) নিহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ ব্রিজসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, শনিবার ভোরে চট্টগ্রামমুখী ডাউন লাইনে একটি দ্রুতগামী ট্রেনে অজ্ঞাতনামা ওই যুবক কাটা পড়ে। অস্ত্রসহ আসামি গ্রেফতার সংবাদদাতা, মেহেরপুর, ১২ আগস্ট ॥ গাংনীতে অস্ত্র ও গুলিসহ শফিকুল ইসলাম (৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার টেংরামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম শফি গাংনী উপজেলার হিন্দা গ্রামের নুর বকসের ছেলে। গাংনী থানা পুলিশ জানায়, শফিকুল ইসলাম শফি সন্ত্রাসী কর্মকা- ঘটানোর জন্য টেংরামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শূটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সৌদিতে গৃহকর্মী হত্যার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ আগস্ট ॥ সদর উপজেলার গোয়ালী গ্রামের আয়েন উদ্দিনের মেয়ে গৃহকর্মী মর্জিনা খাতুনকে (২৮) সৌদি আরবে নির্যাতন করে হত্যার প্রতিবাদে শনিবার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধননে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন, আফাজ উদ্দিন, রফিকুল ইসলাম, আকরাম হোসেন, তানিয়া ফেরদৌসী, মনোয়ার হোসেন, সজিব হাসান, নিহত মর্জিনার বাবা আয়েন, মা মনোয়ারা, বোন রেশমী, ফাতেমা, মামা ওসমান মকুল প্রমুখ। বক্তারা মর্জিনাসহ সকল প্রবাসীর ওপর নির্যাতন ও হত্যার সঠিক তদন্ত করে দ্রুত মর্জিনার লাশ ফেরত দেয়াসহ বাংলাদেশ সরকারের কাছে সুবিচারের দাবি করেন। সেই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্টদূতকে তলব করে মর্জিনা হত্যাসহ সকল প্রবাসী নির্যাতনের বিচার এবং ক্ষতিগ্রস্ত মর্জিনার পরিবারে অর্থিক সহায়তার জোর দাবি জানান। উল্লেখ্য, ৩ মাস আগে গৃহকর্মী হিসেবে মাসিক ৮ শ’ রিয়াল চুক্তিতে সৌদি আরবের ‘ইজারা ইন্টারন্যাশনাল’ এর মাধ্যমে মেসার্স পপুলার ইন্টারন্যাশনালে পাসপোর্ট জমা দিয়ে সৌদি আরব যায় মর্জিনা। বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১২ আগস্ট ॥ কারমাইকেল কলেজের শিক্ষার্থী লাবণী সাহার আত্মহত্যার জন্য দায়ী প্রতারক ও লম্পট গাইবান্ধা সদর থানার এসআই দেবাশীষ সাহার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রবল বর্ষণ উপেক্ষা করে শনিবার সকালে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। লাবণী সাহার সহপাঠী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন আক্তার কুইনের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সংগঠক নন্দিনী দাস। গাছের চারা বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘একটি শিশু একটি গাছ-গড়বে দেশ করবে কাজ’ স্লোগান সামনে রেখে জেলার বাবুগঞ্জ উপজেলা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর ও পূর্ব ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪১০ শিক্ষার্থীর প্রত্যেকের মাঝে ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় গাছের চারা বিতরণ করেছেন ইসলামপুর এজে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মোঃ মিজানুর রহমান। নিজ নিজ স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রোমান্স আহম্মেদ, সাংবাদিক কেএম সোহেব জুয়েল, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সবুজ, সমাজসেবক আলিউজ্জামান প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের চেক প্রদান নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১২ আগস্ট ॥ শনিবার বগুড়ার আদমদীঘি রহিমউদ্দীন ডিগ্রী কলেজে কানাডা- বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) শিক্ষা বৃত্তি তহবিল থেকে ওই কলেজের ৫ কৃতী ছাত্রছাত্রীকে বৃত্তির টাকার চেক প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ আনোয়ারুল হক, শিক্ষক প্রতিনিধি ইলিয়াছ উদ্দীন, প্রভাষক আফরোজ পারভীন, আইসিটি প্রদর্শক আব্দুল মান্নান প্রমুখ। পরে কলেজের কৃতী ছাত্র আহসান হাবিব, জাকারিয়া হোসেন, মসিউর রহমান, ছাত্রী সোমাইয়া সিদ্দিকি ও কারিমা খাতুনকে জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
×