ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ওসি ক্লোজড

প্রকাশিত: ০৪:২১, ১৩ আগস্ট ২০১৭

মাদক সংশ্লিষ্টতার  অভিযোগে ওসি ক্লোজড

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেবকে শনিবার পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ওই থানায় নতুন ওসি হিসেবে রফিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেবকে শনিবার পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। চা দোকানিকে ঝলসে দেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ আগস্ট ॥ নাটোরে তিন চা দোকানিকে গরম পানি দিয়ে ঝলসে দেয়ার ঘটনায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান রিয়নকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিন্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান রিয়নকে বহিষ্কার করা হলো। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান রিয়নসহ কয়েকজন কলেজের মূল ফটকের সামনে একটি দোকানে বসে পাশের চা দোকানকার মোস্তফা হোসেনকে চা দিতে বলে। কিন্তু দোকানদার মোস্তফা অন্য দোকানে চা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় চায়ের কেটলিতে থাকা গরম পানি দিয়ে মোস্তফাসহ তার দুই সহোদরকে ঝলসে দেয়।
×