ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে বখাটের বিচার দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৪:২০, ১৩ আগস্ট ২০১৭

নাটোরে বখাটের বিচার দাবিতে স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২আগস্ট ॥ বড়াইগ্রামে জোয়াড়ি ইউনিয়নের কচুরগাড়ী ফকিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী রাইশা জাহান রিতু (১৩)কে অপহরণ চেষ্টা ও সহপাঠীদের মারপিটের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে শতাধিক শিক্ষার্থী। স্মারকলিপিতে বখাটে রাসেলের বিচার দাবি করা হয়। শনিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভিটাকচুরগাড়ী এলাকায় ওই ছাত্রীকে অপহরণ চেষ্টা চালায় বখাটেরা। জানা গেছে, পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার দাদুয়া গ্রামের মৃত সেকু প্রামাণিকের ছেলে রাসেল সেখ সম্পর্কে রিতুর বেয়াই হয়। ৫-৬ মাস ধরে রাসেল হোসেন তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু রিতু রাসেলের কথায় কর্ণপাত না করায় তাকে অপহরণের পরিকল্পনা করে রাসেল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রিতু বিদ্যালয় থেকে ফেরার পথে তাকে অপহরণের চেষ্টা করা হয়।
×