ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে উন্নয়ন বিষয়ক সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:১৮, ১৩ আগস্ট ২০১৭

চট্টগ্রামে উন্নয়ন বিষয়ক সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শহরের একদিকে উন্নয়ন অন্যদিকে জলবদ্ধতা নিরসন এখন অতি জরুরী হয়ে পড়েছে। বৃষ্টি ও সমুদ্রের জোয়ারের পানিতে জলাবদ্ধ হয়ে নিচু এলাকার মানুষের যে কষ্ট তা নিরসনে সরকার ৫ হাজার ৬শ’ কোটি টাকার মেগা প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে এ প্রকল্প বাস্তবায়নের জন্য ২০১৬ সালের মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে চউক চেয়ারম্যান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৫৬১৭ কোটি টাকা ব্যয়ের পুনরায় খাল খনন, সংস্কার, সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পটি অনুমোদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের অভিভাবক হিসেবে কাজ করছেনÑ বললেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস ছালাম। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে যানজট ও জলাবদ্ধতা থেকে মুক্ত করতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। এছাড়াও ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ পুরোদমে এগিয়ে যাচ্ছে। এরমধ্যে রয়েছে পতেঙ্গা হতে ফৌজদারহাট পর্যন্ত সিটি আউটার রিং রোড, চাক্তাই হতে কালুরঘাট পর্যন্ত রিং রোড প্রকল্প, ফৌজদারহাট থেকে বায়জীদ পর্যন্ত বাইপাস সড়ক।
×