ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৭, ১৩ আগস্ট ২০১৭

শেরপুর সীমান্তে  বন্যহাতির  মৃতদেহ  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ আগস্ট ॥ শেরপুরে শ্রীবরদীর সীমান্তবর্তী হালুয়াহাটি গ্রামের একটি ক্ষেত থেকে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্ত শেষে দুপুরে ঘটনাস্থলের পাশেই গর্ত করে হাতির মৃতদেহটি পুঁতে রাখা হয়। বন বিভাগের বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত হাতিটি একটি পূর্ণবয়স্ক মাদি হাতি। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে। হাতিটি গর্ভবতী ছিল। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত ও ৪ জন আহত হওয়ার নিকটবর্তী এলাকা থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। ওইদিন বন্যহাতির একটি দল পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে এলাকার লোকজনের ঘরবাড়িতে হানা দিয়ে ধান-চাল খেয়ে সাবাড় করে। সেখানে একটি বস্তায় রাখা ইউরিয়া সারও বন্যহাতি খেয়ে ফেলে। এ থেকে বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, বন্যহাতিটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে।
×