ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে সিএনজি চালকের ওপর হামলা ॥ আটক ৫

প্রকাশিত: ০৪:১৬, ১৩ আগস্ট ২০১৭

শ্রীপুরে সিএনজি চালকের  ওপর হামলা ॥ আটক ৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে ভাড়া দাবি করায় সন্ত্রাসীরা দলবল নিয়ে এক সিএনজিচালককে হাতুড়িপেটা করে দাঁত ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় জড়িত পিতা-পুত্রসহ পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ বিষয়ে শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলো- শ্রীপুর উপজেলার টেপিরবাড়ীর তাজউদ্দিন (৪৫), তার ছেলে রাসেল (২১), একই গ্রামের খাদেমুল হক (২২), আজিজুল (২২), ঝালকাঠি সদর উপজেলার কলমহল গ্রামের মহসিন (২৬)। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নুর আলমের সিএনজিতে চড়ে শ্রীপুরের মাওনা থেকে পাঁচজন লোক নিয়ে টেপিরবাড়ী এলাকার তাজউদ্দিন স্থানীয় গাজীপুর বাজারে যায়। তারা অটোরিক্সা থেকে নেমে ভাড়া না দিয়ে চলে যেতে চাইলে চালক নুর আলম যাত্রীদের কাছে ভাড়া দাবি করে। ভাড়া দিতে অস্বীকার করলে নুর আলমের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে ৭-৮টি মোটরসাইকেলে করে ১৫-১৬ জন লোক ওই বাজারে গিয়ে নুর আলমের ওপর হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে নুর আলমের কয়েকটি দাঁত ভেঙ্গে দেয়। এলাকাবাসী এগিয়ে গিয়ে নুর আলমকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
×