ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় পোশাক শ্রমিককে ধর্ষণ ॥ কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০৪:১১, ১৩ আগস্ট ২০১৭

আশুলিয়ায় পোশাক শ্রমিককে ধর্ষণ ॥  কর্মকর্তা  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ আগস্ট ॥ আশুলিয়ায় একাধিক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা হারুন-অর-রশিদকে তার গ্রামের বাড়ি নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে নোয়াখালী জেলার নিজ গ্রাম থেকে আশুলিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আশুলিয়া থানায় আনা হয়। পরে তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতার হারুন আশুলিয়ার ‘অন্বেষা’ পোশাক কারখানার উৎপাদন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিল। সে নোয়াখালী জেলার কবিরহাট থানার মালিপাড়া গ্রামের মুকবুল হোসেনের ছেলে। এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, ৩ আগস্ট ‘অন্বেষা’ কারখানার এক নারী পোশাক শ্রমিক ধর্ষণের অভিযোগে কর্মকর্তা হারুনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে হারুনকে তার গ্রামের বাড়ি নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
×