ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রামেকে নার্স লাঞ্ছিত ॥ বাবাসহ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ০৪:১১, ১৩ আগস্ট ২০১৭

রামেকে নার্স লাঞ্ছিত ॥ বাবাসহ ছাত্রলীগ  নেতা আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সকে মারপিট ও লাঞ্ছিত করার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তার বাবাকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ছাত্রলীগ নেতাসহ তার বাবাকে আটক করা হয়। সহকর্মীকে মারপিট ও তার সঙ্গে অশ্লীল আচরণের কারণে হাসপাতালের সিনিয়র নার্সদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তারা কাজ ফেলে আন্দোলনেও নামেন। তবে ঘটনার সঙ্গে জড়িত বাপ-ছেলেকে আটকের পরে নার্সরা তাদের কর্মবিরতি স্থগিত করেন। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ঘটনার পরপরই সিনিয়র স্টাফ নার্সরা হাসপাতালে কর্মবিরতি শুরু করেন। পরে পুলিশ গিয়ে ছাত্রলীগ নেতা হিমেল এবং তার বাবা জাহাঙ্গীর আলমকে আটক করে। আটক হিমেল রাজশাহীর হরিয়ান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক। জানা যায়, শনিবার বেলা ১০টার দিকে ছাত্রলীগ নেতা হিমেলকে সঙ্গে নিয়ে বাবা জাহাঙ্গীর আলম হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন তার মেয়ে ফারজানাকে দেখতে যান। এসময় হিমেল দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্সদের কাছে বোনের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নিতে যান। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হিমেল ফেরদৌসি খাতুন নামের এক সিনিয়র স্টাফ নার্সের ওপর চড়াও হয়। এসময় হিমেল নার্স ফেরদৌসি খাতুনকে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে হিমেলের বাবা ফেরদৌসি খাতুনকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন। এসময় ওই নার্সের সঙ্গে অশ্লীল আচরণও করেন বাপ-ছেলে। এই ঘটনার পরে হাসপাতালের নার্সরা কাজ ফেলে ধর্মঘট শুরু করেন। পরে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার হস্তক্ষেপে পুলিশ গিয়ে ছাত্রলীগ নেতা হিমেল এবং তার বাবা জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।
×