ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধের শক্তিশালী মাধ্যম ফটোগ্রাফি ’

প্রকাশিত: ০৩:৫৮, ১৩ আগস্ট ২০১৭

‘সামাজিক ও রাজনৈতিক  প্রতিরোধের শক্তিশালী মাধ্যম ফটোগ্রাফি ’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ফটোগ্রাফি কেবল একটি প্রযুক্তি বা শিল্পমাধ্যম নয়, বরং সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধের একটি শক্তিশালী মাধ্যম। স্বৈরতান্ত্রিক শাসন ও নিপীড়নমূলক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার প্রভাবশালী অস্ত্র। শনিবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে জ্ঞানতানস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশন এবং রিডিং ক্লাব ট্রাস্ট আয়োজিত ১৪তম মাসিক লেকচারে এসব কথা বলেন দৃক পিকচার লাইব্রেরি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহীদুল আলম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেনÑ চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. জাকির হোসেন রাজু। শহীদুল আলম বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সেই এরশাদের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক নিপীড়ন ও মানবিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনে আলোকচিত্রীগণ ভূমিকা রেখেছেন। বিদেশী আলোকচিত্রীদের ছবিতে বাংলাদেশ সারা পৃথিবীতে পরিচিতি পেয়েছে শুধু একটি দরিদ্র, দুর্ভিক্ষ মহামারি-পিড়ীত দেশ হিসেবে। বাংলাদেশের সত্যিকারের পরিচিতি তুলে ধরার জন্যই দৃক পিকচার লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছেন। স্বৈরাচার এরশাদের পতনের পর জনগণের উল্লাসের ছবি দেখিয়ে তিনি বলেন, তখন ভাবলাম আবার স্বাধীনতা পেয়েছি। গণতন্ত্রের জন্য এখনও আমাদের আক্ষেপ করতে হবে তখন ভাবিনি। ড. জাকির হোসেন রাজু বলেন, ফটোগ্রাফি জনপরিসরের পরিধি বৃদ্ধি করে এবং আমাদের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনেতিক পরিচয় নির্মাণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে কাজ করে। আমরা দৃশ্যভাষার যুগে বাস করছি, ইমেজ থেকে আমাদের কোন পরিত্রাণ নেই। সুতরাং আমাদের চলচ্চিত্র, ফটোগ্রাফিসহ জনসংস্কৃতির অন্য মাধ্যম নিয়ে গবেষণার ওপর জোর দিতে হবে।
×