ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাণিজ্যিক কোচিং বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৭, ১৩ আগস্ট ২০১৭

বাণিজ্যিক কোচিং বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ সকল বাণিজ্যিক কোচিং বন্ধ এবং পাঠ্যপুস্তকের বাইরে বাজারে থাকা সকল নোট ও গাইড বই নিষিদ্ধ করার দাবি জানিয়েছে শিক্ষক অধিকার ফোরাম। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কর্মসূচী থেকে অভিযোগ করা হয়েছে, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। কয়েকদিন ধরে শিক্ষকদের বাসা-বাড়িতে গিয়ে তল্লাশি করা হচ্ছে। তারা কোচিং করছে কি না সে তথ্য নেয়া হচ্ছে। অথচ বিভিন্ন কোম্পানি কোচিং বাণিজ্য করছে, প্রশ্ন ফাঁস করছে। তাদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী নয়। তারা রঙ-বেরঙের কোচিংয়ে ছুটছে। কোচিংয়ের পড়ার চাপে তারা স্কুলের পড়া প্রস্তুত করতে সময় পায় না। প্রাথমিক সমাপনী এবং জেএসসি পরীক্ষার তিন মাস আগে থেকে স্কুলগুলোতে উপস্থিতি কমে যাচ্ছে। শিক্ষার্থীরা বিভিন্ন বাণিজ্যিক কোচিংয়ে মডেল টেস্ট দিতে ব্যস্ত। ফলে শিক্ষার মান কমে যাচ্ছে। তারা আরও বলেন, সরকার নোট, গাইড নিষিদ্ধ করছে বলে বলছে। তারপরও বাজারে প্রকাশ্যে গাইডবই বিক্রি হচ্ছে। শিক্ষক গাইড পড়ালে তার জেল-জরিমানার বিধান রয়েছে। কিন্তু গাইড কোম্পানির বিরুদ্ধে সরকারের কোন নজরদারি নেই। মানববন্ধনে বক্তারা আরও বলেন, সরকার শিক্ষকদের বেতন বৃদ্ধি করলেও, সে অর্থ বাড়িওয়ালাদের পকেটে চলে যাচ্ছে। শিক্ষকরা কোনমতে জীবন নির্বাহ করছে। বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা হচ্ছে না। অথচ শিক্ষা আইন পাস করার আগেই শিক্ষকদের হয়রানি করা হচ্ছে। শিক্ষা আইন পাস করার আগে বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে হবে। শিক্ষক অধিকার ফোরামের আহ্বায়ক মোঃ রাসেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- রফিকুল ইসলাম জাহিদ, মোঃ আতিকুর রহমান, মোঃ শাহ আলম, মোঃ রাকিবুল হাসান, মোঃ ফয়সল শামীম, কামরুল ইসলাম, খন্দকার জুয়েল, কামরুজ্জামান, মোঃ ফারুক হোসেন প্রমুখ।
×