ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাহাজ জটের কারণে আকাশপথে পণ্য পরিবহনের চাপ

প্রকাশিত: ০৩:৪৩, ১৩ আগস্ট ২০১৭

জাহাজ জটের কারণে আকাশপথে পণ্য পরিবহনের চাপ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানিতে অতিরিক্ত সময় লাগায় আকাশপথে পণ্য পরিবহনের চাপ বেড়েছে। তবে স্ক্যানিং মেশিন স্বল্পতা এবং দক্ষ লোকবলের অভাবে বাড়তি ভাড়া গুনেও আকাশপথে সময়মতো পণ্য পাঠানো যাচ্ছে না বলে অভিযোগ রফতানিকারকদের। এতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছে রফতানি পণ্যের জট। অন্যদিকে ইউরোপগামী কার্গো অন্য দেশে স্ক্যানিংয়ের কারণে বিভিন্ন এয়ারলাইন্স ভাড়া বাড়িয়ে দেয়ায় বেড়ে গেছে রফতানি খরচ। এ অবস্থায় বিমানবন্দরে দ্রুত এক্সপ্লোসিভ ডিক্টেটিভ সিস্টেম মেশিন বসানোর অনুরোধ ব্যবহারকারীদের। চট্টগ্রাম বন্দরে কন্টেনার ও জাহাজ জটের কারণে শাহজালাল বিমানবন্দরের রফতানি কমপ্লেক্সের বাইরে এখন রফতানি পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি। স্বাভাবিক সময়ে এই বিমানবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মে. টন পণ্য রফতানি হলেও বর্তমান তা বেড়ে দাঁড়িয়েছে ৯০০ মে. টনে। রফতানি কার্যাদেশ বাতিলের আশঙ্কায় অনেক শিল্প মালিকই এখন বাধ্য হয়ে আকাশপথকে বেছে নিচ্ছেন। বিজিএমইএ জানায়, খরচ বাড়লেও বিমানবন্দরে নানা সমস্যার কারণে আকাশপথেও নেই স্বস্তি। ফ্রেইটফরওয়াডারদের অভিযোগ, ইউরোপগামী কার্গো অন্য দেশে স্ক্যানিং ও আকাশপথে বাড়তি চাপের কারণে ভাড়া বড়িয়ে দিয়েছে এয়ালাইন্সগুলো।
×