ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কন্টেনার জটের কবলে ১৮ বেসরকারী আইসিডি

প্রকাশিত: ০৩:৪২, ১৩ আগস্ট ২০১৭

কন্টেনার জটের কবলে ১৮ বেসরকারী আইসিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরের পর এবার কন্টেনার জটের কবলে ১৮টি বেসরকারী কন্টেনার ডিপো বা আইসিডি। যেখানে এখন কন্টেনার রয়েছে ধারণক্ষমতার অতিরিক্ত প্রায় ১০ হাজার। এতে নতুন কন্টেনার রাখার জায়গা নেই কোথাও। এতে আবারও আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আমদানি-রফতানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের সহায়ক হিসেবে কাজ করে ১৮টি বেসরকারী কন্টেনার ডিপো বা আইসিডি। এসব ডিপোর মোট ধারণক্ষমতা ৫৫ হাজার কন্টেনার। অথচ সবশেষ বৃহস্পতিবার ডিপোগুলোতে ছিল ৬৪ হাজার ৫শ’। স্থান সঙ্কটে বন্দর থেকে পণ্যভর্তি বা খালি কন্টেনার ডিপোতে নেয়া কিংবা সেখানে পণ্য কন্টেনারজাতকরণ কঠিন হয়ে পড়েছে। ফলে রফতানি কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস। এ সঙ্কটের জন্য কর্তৃপক্ষ দুষছে, ডিপোর খালি কন্টেনার শিপমেন্ট না হওয়াকে। অভিযোগ, নিজেদের ইয়ার্ড ফাঁকা করতে বন্দর কর্তৃপক্ষ জেটি এলাকায় থাকা খালি কন্টেনার জাহাজে তুলে দিচ্ছে। কম তোলা হচ্ছে আইসিডিগুলোর। বিষয়টি নিশ্চিত করে শিপিং এজেন্টরা বলছেন, সঙ্কটের ধকল নিতে হচ্ছে তাদেরও। আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখতে বন্দর-কাস্টমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার তোড়জোড় শুরু হয় গেল মাসে। এমন অবস্থায় আইসিডিগুলোর কার্যক্রম বিঘ্নিত হলে কাক্সিক্ষত সুফল মিলবে না বলে মত সংশ্লিষ্টদের। তবে দ্রুত জটিলতা নিরসনের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
×