ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দিনব্যাপী এনআইটির জমজমাট জব ফেয়ার

প্রকাশিত: ০৩:৪১, ১৩ আগস্ট ২০১৭

চট্টগ্রামে দিনব্যাপী এনআইটির জমজমাট জব ফেয়ার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রথমবারের মতো ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে এ অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী এ মেলায় ১০ সহস্রাধিক চাকরিপ্রার্থী আবেদন করেন অনলাইনে। এছাড়াও অনুষ্ঠান চলাকালীন আরও অসংখ্য চাকরিপ্রার্থী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দেন। এতে দেশের শীর্ষস্থানীয় ৩৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। অনুষ্ঠান উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ^াস, স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক এবিএম আজাদ (যুগ্ম-সচিব), বিশ^ব্যাংক প্রতিনিধি, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম। পূর্তমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কারিগরি শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। মান বৃদ্ধি হলে শিক্ষার্থীও বাড়বে। এতে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে।’ তিনি বলেন, ‘এ ধরনের জব ফেয়ারের আয়োজন খুবই ভাল উদ্যোগ। এতে চাকরিপ্রার্থীরা সরাসরি চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলতে পারছে। চাকরির সুযোগ সম্পর্কে নিজেরাই তথ্য জানতে পারছে। অন্যদিকে চাকরিদাতারাও যোগ্য প্রার্থী খুঁজে নিতে পারছে।’ অনুষ্ঠানে বিভিন্ন শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের সঙ্গে এনআইটির চুক্তি স্বাক্ষর হয়। এতে প্রতিষ্ঠানগুলো চাকরি প্রদানের ক্ষেত্রে এনআইটির কাছ থেকে প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে পারবে। ফলে যোগ্য প্রার্থী খুঁজে নেয়া সহজ হবে বলে মনে করেন আয়োজকবৃন্দ। অনুষ্ঠানের কো-অর্গানাইজার বিজয় চক্রবর্তী এ বিষয়ে বলেন, ‘যখন কোন প্রতিষ্ঠান চাকরি প্রদানের জন্য প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে তখন হয়ত খুব কমসংখ্যক আবেদন জমা পড়ে। সেখান থেকে যোগ্য প্রার্থী বাছাই অনেক সময়ই সম্ভব হয় না। কিন্তু আমাদের সঙ্গে চুক্তির ফলে আমরা তাদের প্রার্থীর জীবনবৃত্তান্ত সরবরাহ করতে পারব। আর আমাদের কাছে যেহেতু বিপুলসংখ্যক প্রার্থীর তথ্য থাকবে তাই সেখান থেকে যোগ্য এবং চাহিদামাফিক প্রার্থী বাছাই করা সহজ হবে।’
×