ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা

প্রকাশিত: ০৩:২২, ১৩ আগস্ট ২০১৭

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শ্রদ্ধা

সংস্কৃতি ডেস্ক ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্যরা। গত ৮ আগস্ট আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারেরফ হোসেন পাকবীর, এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, কেন্দ্রীয় উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সোবহান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকতা শামীম আহমেদ, নৃত্য শিল্পী জিনাত বরকত উল্লাহ, শফিক রহমান, সোহেল রহমান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মিয়া মনসফ, সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদ, কেন্দ্রীয়, টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফায়সাল রাজ মেহেদী, গোপালগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক, কাশিয়ানী, কোটালীপাড়া ও মোকসেদপুর উপজেলার নেতৃবৃন্দসহ টুঙ্গিপাড়া শাখার বিপুল সংখ্যক শিশু কিশোর প্রতিনিধি। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর আগে টুঙ্গিপাড়া শাখা আয়োজিত শোক র‌্যালিতে বিপুল সংখ্যক শিশু কিশোর অংশ নেয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা গোপালগঞ্জের বিভিন্ন শাখার কর্মকর্তাদের হাতে সংগঠনের সিলেবাসভুক্ত বই তুলে দেন প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশারেরফ হোসেন পাকবীর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, নৃত্য শিল্পী জিনাত বরকতউল্লাহ, শফিক রহমান। বিকেলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা টুঙ্গিপাড়া শাখার নতুন অফিস উদ্বোধন করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মোশাররেফ হোসেন পাকবীর।
×