ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলেজ থিয়েটার বগুড়ার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত: ০৩:২২, ১৩ আগস্ট ২০১৭

কলেজ থিয়েটার বগুড়ার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ার ঐতিহ্যবাহী এবং দেশের প্রথম কলেজভিত্তিক নাট্য সংগঠন কলেজ থিয়েটার প্রতিষ্ঠার ৩৪ বছর পার করল। এ উপলক্ষে শুক্রবার স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে এক মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য সংস্কৃতিবোদ্ধারা। কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা গামছা পড়িয়ে অতিথিদের বরণ করে নেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসূফ বাচ্চুসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ থিয়েটার বগুড়ার সিনিয়র সহ-সভাপতি সিজুল ইসলাম। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা বগুড়া সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সামস্-উল আলম জয়, কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গণি প্রমুখ। আলোচনা সভা শেষে স্মৃতিচারণ করেন সাবেক সদস্যরা। কলেজ থিয়েটারের উল্লেখযোগ্য নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’, ‘কীত্তনখোলা’, ‘বাসন’, ‘পাথর’, ‘হল্লাবোল’, ‘রাজ্যচোষা’, ‘মানিকজোড়’, ‘গণতন্ত্রবিষয়ক গপ্পো’, ‘শান্তিরক্ষক’, ‘কবর’, ‘বাবুরপুকুর গণহত্যা’, ‘মড়া’, ‘চাপাপড়া মানুষ’, ‘ক্ষুদিরামের দেশে’, ‘আবাক জলপান’, ‘যুদ্ধ স্বাধীনতা’, ‘মণিমুক্তা’, ‘লালবৃত্ত’, ‘গুপ্তবিদ্যা’, ‘নির্বাণ’, ‘দাওয়াত’, ‘ইঁদারা’, ‘বিষবৃক্ষের বিষ’ ইত্যাদি নাটকের প্রায় দেড় হাজারের মতো সফল মঞ্চায়ন হয়েছে। এর মধ্যে তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় ‘যুদ্ধ স্বাধীনতা’ নাটকের ভারতের মুর্শিদাবাদের বহরামপুরে মঞ্চায়িত হয়।
×