ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শূকরের দেহের অংশ মানবদেহে প্রতিস্থাপনে অগ্রগতি

প্রকাশিত: ০৩:১৭, ১৩ আগস্ট ২০১৭

শূকরের দেহের অংশ মানবদেহে প্রতিস্থাপনে অগ্রগতি

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বলছেন, তারা শূকর ব্যবহার করে মানুষের প্রত্যঙ্গ প্রতিস্থাপনের এক পদ্ধতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তারা শূকরের জিনে এমন কিছু পরিবর্তন করতে পেরেছেন যাতে, শূকরের দেহের অংশ থেকে কোন রোগ মানবদেহে ছড়াতে পারবে না। গবেষকরা বলছেন জিনের পরিবর্তন ঘটিয়ে ৩৭টি শূকরের দেহ তারা ২৫ ধরনের ভাইরাস থেকে মুক্ত করেন, যার ফলে তাদের মধ্যে সংক্রমণের আশঙ্কা দূর হয়ে যায়। -বিবিসি অনলাইন বিদ্যুত খেকো মানুষ ভারতের উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের বাসিন্দা নরেশ কুমার (৪২)। জ্বলন্ত বাল্বের তার চিবিয়ে ‘এনার্জি কালেক্ট’ করাই তার নেশা। স্থানীয়রা তাকে ‘হিউম্যান লাইট বাল্ব’ বলেই ডাকে। তিনি নিজেকে সরাসরি ইলেকট্রিক লাইনের সঙ্গে ‘প্লাগ ইন’ করে দিতে পারেন। শরীরে ২২০ ভোল্ট বিদ্যুত প্রবাহ সহ্য করতে পারেন। খাবার না থাকলে শুধু বিদ্যুত ‘খেয়ে’ থাকেন। এভাবে ‘এনার্জি’ সংগ্রহের পর তার কোন খিদে থাকে না। -জিনিউজ স্টেশন যখন বাংকার মাটির ৩৬০ ফুট গভীরে বিশ্বের গভীরতম মেট্রো স্টেশন তৈরির কাজ ১৯৬৮ সালে শুরু করে উত্তর কোরিয়া। এর উদ্বোধন করেন কিম জং উনের দাদা কিম ইল সুং। স্টেশনটি তৈরির পিছনে রয়েছে বিশেষ কারণ। এই স্টেশনের জন্যই জোর দিয়ে যুদ্ধের কথা অনায়াসে ঘোষণা করে পিয়ংইয়ং। কারণ পরমাণু যুদ্ধ হলেও সেখানকার বাসিন্দাদের গায়ে আঁচড় লাগবে না। তারা আশ্রয় নেবে ওই মেট্রো স্টেশনে। -ডেইলি মেইল
×