ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উস্কানিমূলক আচরণ বন্ধ করুন ॥ উঃ কোরিয়াকে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:১৫, ১৩ আগস্ট ২০১৭

উস্কানিমূলক আচরণ বন্ধ করুন ॥ উঃ কোরিয়াকে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়াকে অবশ্যই তাদের উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে। পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি জোরদার এবং টেলিফোনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার কথা বলার পর শনিবার সকালে যুক্তরাষ্ট্র এ দাবি জানায়। খবর এএফপির। এদিকে হোয়াইট হাউস বলছে, গুয়ামে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর মার্কিন সামরিক বাহিনী এ দ্বীপের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। হোয়াইট হাউস আরও জানায়, ট্রাম্প গুয়ামের গবর্নর ইদি কালভোকে টেলিফোন করে আশ্বস্ত করেছেন যে, মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের বাকি অংশের পাশাপাশি গুয়ামের জনগণের নিরাপত্তাও নিশ্চিত করবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোনে পৃথক আলাপে ট্রাম্প ও শি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়াবিষয়ক প্রস্তাব পাস হওয়ায় এর প্রশংসা করেন। তারা উভয়ে কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে এটিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে এ দুই প্রেসিডেন্ট তাদের পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
×