ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় নির্বাচনের ফল ঘোষণার পর ব্যাপক বিক্ষোভ

প্রকাশিত: ০৩:১৪, ১৩ আগস্ট ২০১৭

কেনিয়ায় নির্বাচনের  ফল ঘোষণার পর  ব্যাপক বিক্ষোভ

কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরপরই এর পক্ষে-বিপক্ষে জনগণ রাস্তায় নেমে এসেছে । এএফপি। ভুভুজেলা বাঁশি বাজিয়ে এবং পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করে বিজয়ী পক্ষ, অন্যদিকে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা শুরু করে বিরোধীরা। পূর্ব আফ্রিকার দেশটিতে এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা পুনরায় নির্বাচিত হওয়ার পর এ সহিংসতা ছড়িয়ে পড়ে। বিরোধী প্রবীণ নেতা রাইলা ওডিঙ্গার বিক্ষুব্ধ সমর্থকরা রাস্তায় টায়ার পুড়িয়ে ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বিক্ষোভ প্রকাশ করে। কেনিয়ায় ২০০৭ সালের নির্বাচন পরবর্তী সহিংসতার এক দশকের পর আবার একটি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। ২০০৭ এর ওই নির্বাচনের পর জাতিগতভাবে বিভক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রায় দুই মাস রক্তক্ষয়ী সহিংসতা চলে। সহিংসতায় এ সময় অন্তত ১১শ’ লোকের প্রাণহানি এবং ছয় লাখ লোক গৃহহীন হয়ে পড়ে। কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কিসুমু নগরীতে একজন বিক্ষোভকারী অভিযোগ করেন, তারা কেন নিরীহ মানুষকে লক্ষ্য করে গুলি করছে। এসব নিরীহ মানুষ তাদের মনোভাব প্রকাশ করছে মাত্র। তিনি আরও বলেন, কেন তারা উহুরুকে জনগণের ওপর চাপিয়ে দিতে চাইছে? ওডিঙ্গা দাবি করেছেন যে নির্বাচনে কারচুপির মাধ্যমে জোর করে তাকে হারিয়ে দেয়া হয়েছে। এর পরপরই সহিংসতা ছড়িয়ে পড়ে। টেলিভিশনে ভোটের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই কিসুমুর কোন্ডেলে এলাকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় দাঙ্গা পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। কিসুমুর বিক্ষোভ কেনিয়ার রাজধানী নাইরোবিসহ অন্যান্য নগরীতে ছড়িয়ে পড়েছে।
×