ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:৪০, ১২ আগস্ট ২০১৭

আন্তর্জাতিক মানব  পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারদের মাধ্যমে র‌্যাব মালয়েশিয়ায় জিম্মি থাকা জাহাঙ্গীর নামের একজনকে মুক্ত করেছে। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেম জানান, চলতি বছর ৩০ জুলাই মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন পূর্ব বাকুম গ্রামের বাসিন্দা মোঃ সজ্জব আলী (৫০) তার ছেলে জাহাঙ্গীরকে (২৫) মালয়শিয়ায় পাঠান। জাহাঙ্গীরের অবস্থান মালয়েশিয়ায় থাকা মানব পাচারকারী চক্রকে জানিয়ে দেয় গ্রেফতাররা। এরপর জাহাঙ্গীরকে মালয়েশিয়ার একটি বাড়িতে জিম্মি করে রাখে সেখানকার মানব পাচারকারীরা। এরপর শুরু হয় জাহাঙ্গীরের ওপর নির্যাতন। নির্যাতনের সময় জাহাঙ্গীরের কান্নাকাটি বাংলাদেশে থাকা তার পিতামাতাকে মোবাইল ফোনে শোনানো হয়। জাহাঙ্গীরের মুক্তিপণ হিসেবে তার পিতার কাছে ২৩ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। ছেলেকে উদ্ধারে র‌্যাবের সহায়তা চান জাহাঙ্গীরের পিতা। শুরু হয় এর নেপথ্য নায়কদের গ্রেফতারে অভিযান। তারই ধারাবাহিকতায় র‌্যাব-১ এর মেজর মনজুর মেহেদী ইসলামের নেতৃত্বে গত ১০ আগস্ট সন্ধ্যায় দক্ষিণখান এলাকায় অভিযান চলে। অভিযানে গ্রেফতার হয় মোঃ জুলফিকার আলী সাজু (২৮), মোঃ মোকসেদুল হাসান সোহাগ (৩৭) ও মোঃ আব্দুল বাতেন (৩৪)।
×