ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে মেধাবী শিক্ষার্থীদের খোঁজে

প্রকাশিত: ০৬:৩৪, ১২ আগস্ট ২০১৭

শ্রীপুরে মেধাবী শিক্ষার্থীদের খোঁজে

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ তুখোড় মেধাবীর খোঁজে শ্রীপুরে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ঊষা বৃত্তি পরীক্ষা-২০১৭। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার তিনটি ক্যাটাগরিতে আড়াই হাজার শিক্ষার্থী এক ঘণ্টা বিশ মিনিটের এ পরীক্ষায় অংশগ্রহণ করে। শ্রীপুরে ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (ঊষা) পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সংগঠন। ঊষার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নাঈম জানান, প্রতিযোগিতামূলক পরিবেশে মেধাবীদের এগিয়ে রাখা এ পরীক্ষার মূল উদ্দেশ্য। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। পরীক্ষা অনুষ্ঠানের পরবর্তী ১৫ দিনের মধ্যে শ্রীপুরে ঊষার কার্যালয় থেকে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সাতটি শ্রেণীতে ১০ জন করে মোট ৭০ জন মেধাবীকে নির্বাচিত করা হবে। আগামী ঈদুল আজহার পরদিন আনুষ্ঠানিকভাবে পরীক্ষায় উত্তীর্ণদের পুরষ্কার বিতরণ করা হবে।
×