ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সজীব কুমার বসু;###;প্রাবন্ধিক;###;বি.এ (সম্মান) ১ম শ্রেণি ;###;এম. এ ১ম শ্রেণি;###;এম. ফিল গবেষক, ;###;দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৬:৩০, ১২ আগস্ট ২০১৭

বিসিএস কর্নার

(১) নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? (ক) বড় দিদি (খ) শুভদা (গ) শ্রীকান্ত (ঘ) গৃহদাহ (২) বেগম রোকেয়ার রচনা কোনটি ? (ক) ভাষা ও সাহিত্য (খ) আয়না (গ) লালশালু (ঘ) অবরোধবাসিনী (৩) শিবমন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে ? (ক) গোবিন্দ চন্দ্র দাস (খ) কাযকোবাদ (গ) অক্ষয় কুমার সরকার (ঘ) নবীন চন্দ্র সেন (৪) ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা কে ? (ক) শওকত হোসেন (খ) জ্যোতিপ্রকাশ দত্ত (গ) আখতারুজ্জামান ইলিয়াস (ঘ) হাসান আজিজুল হক (৫) ‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটি লিখেছেন Ñ (ক) আনিস চৌধুরী (খ) আবু ইসহাক (গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) মীর মশাররফ হোসেন (৬) সিডর শব্দের অর্থ কী ? (ক) চোখ (খ) পাখি (গ) ঝড় (ঘ) বৃষ্টি (৭) নিচের কোনটি অর্ধ- পরিবাহী ? (ক) লোহা (খ) ইস্পাত (গ) সিলিকন (ঘ) তামা (৮) ইলেকট্রন বর্জন ঘটে কোন প্রক্রিয়ায় (ক) জারন (খ) সংযোজন (গ) বিজারন (ঘ) বিয়োজন (৯) সেরিকালচার বলতে বুঝায় Ñ (ক) মৌমাছি চাষ (খ) মাছ চাষ (গ) পাখি পালন বিদ্যা (ঘ) রেশম চাষ উত্তর: ১-গ, ২-ঘ, ৩-খ, ৪-গ, ৫-খ, ৬-ক, ৭-গ, ৮-ক, ৯-ঘ
×