ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্টিক সাগরে রাশিয়ার মহড়া

প্রকাশিত: ০৬:২২, ১২ আগস্ট ২০১৭

বাল্টিক সাগরে  রাশিয়ার মহড়া

রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে গুরুত্বপূর্ণ কৌশলগত মহড়া চালিয়েছে। রাশিয়ার সর্বপশ্চিমে অবস্থিত কালিনিগ্রাদে চালানো মহড়ায় পাঁচ টনের বেশি গোলাবারুদ ব্যয় হয়েছে। মহড়ায় দুই হাজারের বেশি রুশ মেরিন সেনা এবং রুশ বাল্টিক বহরের ১১তম সেনা কোরের সদস্যরা অংশ নিয়েছে। এ বহরের মুখপাত্র জানান, মহড়া অনুষ্ঠিত হয়েছে উপকূলীয় প্রশিক্ষণ অঞ্চলে। খবর ওয়েবসাইটের। তিনি বলেন, উপকূলীয় অঞ্চল দখল করা এবং সেখান থেকে কল্পিত শত্রুকে হটিয়ে দেয়া বিষয়ক প্রশিক্ষণ এবং দক্ষতা রপ্ত করাই ছিল মহড়ার উদ্দেশ্য। মহড়ায় যুদ্ধকালীন পরিবেশ ফুটিয়ে তোলার জন্য পাঁচ টনের ওপর গোলাবারুদ ব্যবহার হয়েছে বলেও জানান তিনি। কৌশলগত গুরুত্বপূর্ণ বাল্টিক সাগরে রাশিয়ার ধারাবাহিক উচ্চপর্যায়ের মহড়ার চালানোর অংশ হিসেবে এটি চালানো হয়।
×