ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার গণ পরিষদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৬:২১, ১২ আগস্ট ২০১৭

ভেনিজুয়েলার গণ পরিষদের বিরুদ্ধে  মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ভেনিজুয়েলার নবনির্বাচিত গণপরিষদের সদস্যদের ওপর নিধেধাজ্ঞা জারি করল। ওয়াশিংটন এই নির্বাচনকে মাদুরোর স্বরতন্ত্র’ বলে অভিহিত করেছে। এই নিষেধাজ্ঞার লক্ষ্য- তথাকথিত গণপরিষদের ছয় সদস্যের মধ্যে সাবেক প্রেসিডেন্ট হুগো স্যাভেজের ভাই, নিরাপত্তা ইনচার্জের দায়িত্বে নিয়োজিত এক সেনা কর্মকর্তা, এবং জাতীয় নিবার্চন কর্তৃপক্ষের একজন বোর্ড সদস্য। গত ৩০ জুলাই দেশটিতে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই দেশটির ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করে। ভেনিজুয়েলায় সরকার বিক্ষোভে ব্যাপক মাত্রায় শক্তি প্রয়োগ করেছে বলে সতর্ক করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। -এএফপি ও ওয়েবসাইটের।
×