ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগরতলা প্রবল বর্ষণে তলিয়ে গেছে

প্রকাশিত: ০৬:২০, ১২ আগস্ট ২০১৭

আগরতলা প্রবল বর্ষণে তলিয়ে গেছে

ভারতের ত্রিপুরায় বৃহস্পতিবার রাত থেকে তুমুল বৃষ্টি শুরু হয়। এতে আগরতলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শুক্রবার সকাল থেকে বর্ষার দাপটে আগরতলায় জারি হয় অঘোষিত কারফিউ। পানিবন্দী হয়ে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার সরকারী বাসভবনের সামনে বুকসমান পানি। স্রোত বইছে অন্যান্য মন্ত্রীর বাড়ির সামনেও। রাজ্যের বাণিজ্যিক এলাকা বলে পরিচিত শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমহনিতে নৌকা চলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। খবর ওয়েবসাইটের। আগরতলা আবহাওয়া দফতরের কর্মকর্তা দিলীপ সাহা জানান, নিম্নচাপের রেখা উত্তর-পূর্ব ভারতে অবস্থান করছে। বঙ্গোপসাগরেও নিম্নচাপ রয়েছে। এই কারণে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। রাজধানীর আশপাশের নিচু এলাকায় এর মধ্যেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। সদরের মহকুমা প্রশাসক সমিত রায়চৌধুরী বলেন, পরিস্থিতি খুব খারাপ। ইতোমধ্যেই দুর্যোগ মোকাবেলা বাহিনীকে উদ্ধারকাজে নামানো হয়েছে। শহরে নামাতে হয়েছে নৌকা। নদী ও কাটাখালের পানি দ্রুতগতিতে বেড়ে চলেছে। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
×